Howrah : করোনা সময়ের বকেয়া বেতন প্রাপ্তির খবরে হোলি উদযাপন আরতি কটন মিলের শ্রমিকদের : U Bangla TV
Howrah : করোনা সময়ের বকেয়া বেতন প্রাপ্তির খবরে হোলি উদযাপন আরতি কটন মিলের শ্রমিকদের : U Bangla TV
করোনা সময় কাল থেকে হাওড়া দাসনগরের আরতি কটন মিলের শ্রমিকরা তাদের মূল বেতন থেকে অর্ধেক বেতন পাচ্ছিলেন এতদিন ধরে । শ্রমিকদের পুরো বেতন এর দাবি তে রাজ্যের কংগ্রেস শ্রমিক দল INTUC দাবি নিয়ে দিল্লিতে দরবার করেন । কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল কয়েক দিন আগে ঘোষণা করেন শ্রমিকদের বাকি অর্ধেক বেতন দিয়ে দেওয়া হবে । এই ঘোষণা তে শ্রমিকদের মধ্যে দারুন উচ্ছাস দেখা যায়। সেই আনন্দে শ্রমিক রা ২৩ মার্চ শনিবার আরতি কটন মিলের সামনে বসন্ত উৎসব পালন করলেন আবির মেখে । রাজ্য INTUC সাধারণ সম্পাদক মানস ব্যানার্জি বলেন জুন ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত ১৯ মাসের বেতন মিটিয়ে দেয়া হচ্ছে । পরবর্তী কালে ধাপে জানুয়ারি ২০২২ থেকে আগস্ট ২০২২ এইভাবে ধাপে ধাপে আপটুডেট বেতন মিটিয়ে দেওয়া হবে। রাজ্য মহিলা কংগ্রেস চেয়ারপারসন শ্রাবন্তী সিং বলেন --ভারতে ২৩ টি কটন মিলের মধ্যে বাংলার আরতি কটন মিল এর শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন পেলেন । শুক্রবার বেলা ১ টার দিকে আরতি কটন মিলের সামনে, কংগ্রেস শ্রমিক সংগঠন INTUC বসন্ত উৎসবের আয়োজন করেন । সেখানে কিছুক্ষণ বক্তব্য চলার পর শ্রমিকরা এবং দলের নেতৃত্ববৃন্দর মধ্যে আবির খেলা হয় । এদিন এই অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন রাজ্য INTUC সাধারণ সম্পাদক মানষ ব্যানার্জি, রাজ্য মহিলা কংগ্রেস চেয়ারপারসন শ্রাবন্তী সিং সহ দলের আরো নেতৃত্ববৃন্দরা । #howrah #howrahnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?