Howrah : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ হাওড়া মুম্বই মেল : U Bangla TV

Howrah : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ হাওড়া মুম্বই মেল : U Bangla TV

Dec 16, 2023 - 17:59
 0  15

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ হাওড়া-মুম্বই মেল। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরই হাওড়ার বীরশিবপুর স্টেশনের কাছে ২২ কোচের মুম্বই মেলের কাপলিং খুলে দুটি কোচ নিয়ে ছুটে বেরিয়ে যায় ইঞ্জিন। কিছু দূর বেসামাল অবস্থায় গিয়ে তীব্র ঝাঁকুনি দিয়ে বাকি ২০টি কোচ দাঁড়িয়ে পড়ে।একেই অনেকটা দেরিতে ছেড়েছিল ট্রেন। মাঝপথে বহুক্ষণ কেন দাঁড়িয়ে আছে তা বুঝতে পারেনি বিচ্ছিন্ন কামরার যাত্রীরা। অনেক পড়ে তারা ট্রেন থেকে নেমে দেখে ইঞ্জিন ছাড়াই কোচগুলি অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। বড়সড় দুর্ঘটনা ঘটেছে ভেবে হতচকিত হয়ে পড়েন যাত্রীরা। আতঙ্কে সবাই ট্রেন থেকে নেমে পড়েন। সেইসময় রেলের আরপিএফের কোনও আধিকারিককে ঘটনাস্থলে না পেয়ে উদ্বিগ্ন হয়ে যান যাত্রীরা।অবশ‌্য কিছু পরে ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান দক্ষিণ-পূর্ব রেলের পদস্থ কর্তারা। তাঁরা জানান, কাপলিংয়ের সমস‌্যার জন‌্যই ঘটনাটি ঘটেছে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। পড়ে থাকা ট্রেনের কোচের আতঙ্কিত যাত্রীরা রাত পর্যন্ত রেললাইনের উপর অপেক্ষা করতে থাকেন। উৎকণ্ঠায় ভুগতে থাকেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ রাত পর্যন্ত যাত্রীদের জন‌্য ট্রেনের ব‌্যবস্থা করতে পারেনি। এই ঘটনায় রেলের আধিকারিকদের ঘিরে ঘটনাস্থলে বিক্ষোভ দেখান যাত্রীরা। বস্তুত, এই ঘটনায় যাত্রী সুরক্ষায় রেলের নিরাপত্তার গাফিলতিই ফের একবার সামনে চলে এল। #howrah #howrahnews #newstoday #banglanews #trainaccident  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow