Farakka : নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল : U Bangla TV

Farakka : নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল : U Bangla TV

Jul 11, 2024 - 16:01
 0  4

টাঙ্গন নদীর বাঁধ ভেঙে প্লাবিত বামনগোলা  ও গোবিন্দপুর মহেষপুর পঞ্চায়েতের পারহবি নগর, ওঠাংভাঙ্গা গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি।রাস্তা ভেঙ্গে ওই এলাকায় জলবন্দি হয়ে পড়েছে প্রায় ৪০টি পরিবার।   রাতভর প্রবল বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে পারহবি নগর এলাকায় রাস্তা ভেঙ্গে যায়, নদী ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে  প্রশাসনের কাছে  লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা।  স্কুল,কলেজ,হাসপাতালে চিকিৎসা জন্য রাস্তা বর্তমানে বন্ধ।বাজার পর্যন্ত বন্ধ হয়ে পরেছে।এবিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায়, ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ মৌখিক ভাবে জানিয়েছেন  আমার কাছে লিখিত অভিযোগ জমা পরেছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow