স্কুলের পরিকাঠামোগত উন্নতির জন্য তিন দফা দাবি পত্র পেশ তৃণমূল টিচার্স অ্যাসোসিয়েশনের
তিন দফা দাবি ভিত্তিক দাবি পত্র পেশ করা ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শক এসআইয়ের কাছে। পশ্চিমবঙ্গ তৃণমূল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই দাবিপত্র পেশ করা হয়। তাদের দাবি, করনার সময় স্কুল বন্ধ ছিল সেই সময় স্কুলের পরিকাঠামোগত অনেক ক্ষতি হয়েছিল তার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার স্কুলের ক্ষতি সম্পর্কে তথ্য জানানোর কথা বলেছিল। সেই মতো শিক্ষকরা তা করেও ছিল।কিন্তু বাস্তবে দেখা গেল ইসলামপুর সার্কেলে মোট স্কুল রয়েছে একশটি, সেখানে মাত্র দুটি স্কুলকে এই অনুদানের ব্যবস্থা করা হয়েছে মেরামতি করার জন্য। তারা অবিলম্বে অন্যান্য স্কুলগুলির অনুদানের ব্যবস্থা করার আবেদন জানান। #youtube #njp #jalpaiguri #jalpaigurinewsbangla @ubanglatvofficial
What's Your Reaction?