Exclusive News : ব্যাড নিউজ’ নেই কোনও ‘গুড নিউজ’ : U Bangla TV

Exclusive News : ব্যাড নিউজ’ নেই কোনও ‘গুড নিউজ’ : U Bangla TV

Jul 20, 2024 - 16:40
 0  4

হাসির ছবি অনেকেই করেন। কিন্তু হলে থাকা দর্শকদের হাসাতে কজন পারেন? চেষ্টা পরিচালক আনন্দ তিওয়ারি করেছিলেন। কিন্তু পারলেন না। ভিকি কৌশলের  মতো অভিনেতাও চিত্রনাট্যের দুর্বলতাকে ঢাকতে পারলেন না। তৃপ্তি দিমরি ও এম্মি ভির্কও বড্ড গতানুগতিক। সুপারফিকান্ডেশন অর্থাৎ অতিগর্ভধারণ। এই হচ্ছে গল্পের ভিত। একই রাতে দুজনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সালোনি। তার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। দুই হবু বাবার মধ্যে পিতৃত্বের অধিকার নিয়ে শুরু হয় ‘ক্যাট অ্যান্ড মাউস গেম।’এর আগে করণ জোহরের প্রযোজনাতেই  ‘গুড নিউজ’-য়ে শুক্রাণুর অদলবদলের ঘটনা দেখানো হয়েছিল। এবার অতিগর্ভধারণ। কিন্তু নতুনত্ব কোথায়? চিত্রনাট্য যেন বড় তাড়াহুড়োয় লেখা হয়েছে। তাতে আবার ‘হোয়াটস অ্যাপ’ স্পেশাল জোক রাখা হয়েছে, যা শুনতে অন্তত এ দর্শকের ভালো লাগেনি।হ্যাঁ ভিকি কৌশলের নাচের দক্ষতা প্রশংসার দাবি রাখে। তার ও তৃপ্তির উষ্ণ রসায়ন কয়েক মুহূর্তের জন্য দেখা যায়। বাকিটা… ‘তওবা তওবা’!
 #banglanews   #newstodaylocal  #westbengalnews #kolkatanews #bollywoodactresses #abhishekbachchan #aishwaryaraibachchan #bollywood # #newstoday   #localnews   @ubanglatvofficial

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow