রবীন্দ্রনাথের প্রতি 'অভিনব' শ্রদ্ধা
মুক্তধারা'য় চাঁদের হাট
1.
“শোকে দুঃখে, সুখে আনন্দে, আমার গান না গেয়ে তাদের উপায় নেই।” সত্যি তো। আমাদের প্রতিদিনের যাপনে রবি ঠাকুরকে বাদ দিলে আর আছেই বা কী! আমাদের প্রেমে, বিরহে, হেরে যাওয়ায়, আনন্দে উদযাপনে তিনিই তো ভরসা।
সম্প্রতি অক্সফোর্ড বুকস্টোরে অনুষ্ঠিত হল এক্সেলার বুকসের উদ্যোগে ‘মুক্তধারা ২০২৪’। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন এই অনুষ্ঠানের উপজীব্য। এই নিয়ে তৃতীয়বার। প্রধান অতিথি ছিলেন কবি জয় গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক অশোক বিশ্বনাথন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মানসী রায়চৌধুরী, কবি সংযুক্তা দাসগুপ্ত, লেখিকা জুলি বন্দ্যোপাধ্য়ায় মেহেতা, লেখক বিনোদ ঘোষাল, অভিনেতা ঋতব্রত মুখোপাধ্য়ায়, সঞ্চালিকা ও অভিনেত্রী চৈতালি দাশগুপ্ত এবং অধ্যাপিকা চন্দ্রাণী বিশ্বাস।
What's Your Reaction?