Exclusive news : বাধা পেরিয়ে মাঠ কাঁপাচ্ছে মহিলা ফুটবলাররা : U Bangla TV

Exclusive news : বাধা পেরিয়ে মাঠ কাঁপাচ্ছে মহিলা ফুটবলাররা : U Bangla TV

Mar 4, 2024 - 14:57
 0  8

রাজ্যে অনেকটাই উপরের সারিতে উঠে আসছে মহিলা ফুটবল। বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে রবিবার বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার বেলুট ফুটবল মাঠে সবাই এর উদ্যোগে আটটি দলকে নিয়ে আয়োজন করা হয় এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। জেলা ছাড়াও এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পার্শ্ববর্তী পুরুলিয়া জেলার দলও। ফাইনাল খেলাটি অদ্রিজ একাদশ বনাম ভাগ্য একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় অদ্রিজ একাদশ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিয়তি হাঁসদা। খেলোয়াড় সীমা মাহাত বলেন, ছোটবেলা থেকেই খেলার প্রতি খুব ঝোঁক ছিল গ্রামের দাদাদের সাথে মাঠে যেতেন ফুটবল খেলতে কিন্তু পরিবারের মত ছিল না। ফুটবল খেলা ছেলেদের খেলা এই ধরনের কথা শুনতে হত। এখন সব বাধা পেরিয়ে বাংলা সহ বিভিন্ন টুর্নামেন্ট এ ফুটবল খেলছেন। খেলোয়াড় গীতা মাহাত জানান, মেয়ে বলে অনেক কটু কথা শুনতে হয়েছে গ্রামের মানুষদের থেকে। পরিবারের সদস্যরা বলত চোট লেগে গেলে বিয়ে হবে না। প্রথম প্রথম প্রচুর বাধা ছিল কেউ সাপোর্ট করত না। বাধা অতিক্রম করে কোলকাতা ,পাঞ্জাব এ স্টেটের খেলা খেলছেন এছাড়াও জেলার বিভিন্ন টুর্নামেন্ট এ খেলার সুযোগ পাচ্ছেন। মহিলা ফুটবল খেলা ঘিরে উন্মাদনা, দর্শকদের ভিড়েও বল পায়ে নিয়ে খেলে দেখাল মেয়েরা। মহিলা ফুটবল প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা চোখে পড়ল বেলুটে। খেলার মাঠে মহিলা ও পুরুষ ক্রীড়াপ্রেমীদের ভীড় যেমন ছিল তেমনই সাধারণ মানুষের উন্মাদানও লক্ষ্য করা যায়। #exclusivenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow