Exclusive News : স্প‍্যানিশ জাদুতে আয়োজকের বিদায় : U Bangla TV

Exclusive News : স্প‍্যানিশ জাদুতে আয়োজকের বিদায় : U Bangla TV

Jul 6, 2024 - 16:20
 0  31

ঘরের মাঠে ইউরো জয় হলনা জার্মানির। শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেল স্পেন। ইউরোয় স্বপ্ন ভঙ্গ আয়োজক জার্মানির।ক্রুস, মুলারদের ২-১ গোলে হারিয়ে শেষ চারে চলে গেল স্পেন। প্রথমার্ধ গোলশুন‍্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেনকে এগিয়ে দেন ওলমো। লামিন ইয়ামালের অসাধারণ সাজানো পাস থেকে চমৎকার গোল করেন ওলমো। স্পেনের আক্রমণের প্রায় গোটাটাই পরিচালনা করেন ১০ নম্বর জার্সির ওলমো। পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণে গোলের সুযোগ লক্ষ‍্যভ্রষ্ট হয়। মুসিয়ালা, ফুলক্রুগ, উইর্ৎজরা বারবার হামলা চালায় স্প‍্যানিশ রক্ষণে। নির্ধারিত সময়ের শেষ মুহুর্তে সমতা ফেরায় জার্মানি। জার্মান অধিনায়ক কিমিচের নামিয়ে দেওয়া বলে ভলিতে গোল করেন উইর্ৎজ। অতিরিক্ত সময় আক্রমণের ঝাঁঝ থাকলেও বাজিমাত করে যায় স্পেন। মিকেল মেরিনোর দুরন্ত হেড শেষ চারে পৌঁছে দেয় স্পেনকে । ওলমোর পায়ের জাদুতে গোলের ঠিকানা লেখা পাস থেকেই গোল। স্বপ্নভঙ্গ নিয়েই ইউরো বিদায় মুলার ক্রুসদের। ফুটবলেও ইতি পড়ে গেল টনি ক্রুসের। #euro #eurocup2024 #kroos #germany #spain #lamineyamal #olmo #bangladesh  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow