Exclusive News : যুগাবসান হল ভারতীয় ফুটবলে : U Bangla TV
Exclusive News : যুগাবসান হল ভারতীয় ফুটবলে : U Bangla TV
যুগাবসান হল ভারতীয় ফুটবলে। অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন কিংবদন্তি। অর্থাৎ, ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা থেকেই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানালেন সুনীল। এদিন ১৯ বছরের ফুটবল পরিক্রমা শেষের ঘোষণা করেন সুনীল। ভিডিও বার্তায় নস্ট্যালজিক হয়ে পড়েন তিনি। প্রথম ম্যাচের অভিজ্ঞতা বলছিলেন ভারতের গোলমেশিন। সুনীলের কথায়, দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য সেই অনুভূতি ছিল। ভাষায় প্রকাশ করা যাবে না তা। ম্যাচের আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। সেই অনুভূতি বলে বোঝানোর নয়।” দীর্ঘ কেরিয়ারে কত ফুলই না ফুটিয়েছেন সুনীল ছেত্রী। দেশের জার্সিতে গোলসংখ্যার দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হত ভারতের সুনীলের নাম। ১৫০ ম্যাচে ৯৪ গোলের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তাঁর। অভিষেক ম্যাচে গোল করেছিলেন। প্রতিটি মাইলস্টোনের ম্যাচে গোল রয়েছে সুনীলের। দেড়শো-তম ম্যাচেও গোল করেন। দিন যত এগিয়েছে সুনীল ততই পরিণত হয়েছেন। ক্রিকেটশাসিত পৃথিবীতে সুনীলের অবদান অতি মূল্যবান। তাঁর অবসর ভারতীয় ফুটবলের এক গর্বিত অধ্যয়ের সমাপ্তি।
What's Your Reaction?