Exclusive News : ফের ভারতের সামনে মুখ থুবড়ে পড়লো পাক : U Bangla TV

Exclusive News : ফের ভারতের সামনে মুখ থুবড়ে পড়লো পাক : U Bangla TV

Jun 10, 2024 - 17:49
 0  11

অবিশ্বাস্য পারফরম্যান্স বললেও বোধহয় কম বলা হয়। নিউইয়র্কে প্রচুর ভারতীয় ফ্যানদের উপস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত পাকিস্তান দ্বৈরথে, কার্যত হারা ম্যাচকে জয়ে পরিণত করল রোহিত শর্মার ছেলেরা। যার নায়ক জসপ্রীত বুমরা। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও সঠিক সময়ে জ্বলে উঠল বুমরার হাত। মাত্র ১৪ রানে তিনটি উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে পাকিস্তানকে ঠেলে দিলেন হতাশার দরজায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শুরুতে ব্যাট করে ভারত সুবিধা করতে পারেনি। এ ম্যাচেও ব্যর্থ বিরাট কোহলি। কম রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মাও। এরপর অক্ষর প্যাটেল যোগ দেন ঋষভ পন্থের সঙ্গে। এদের জুটিতেই বেশ কিছুটা রান তুলতে পারে ভারত। কিন্তু মোহাম্মদ আমির ও নাসিম শাহের নিয়ন্ত্রিত বোলিং ভারতীয় ইনিংসকে দাঁড়াতে দেয়নি। বিক্ষিপ্তভাবে উইকেট পড়তে থাকায় রান ওঠাকমে যায়। সূর্য কুমার, পান্ডিয়া, শিবম দুবেরা ব‍্যর্থ হলেন। মাত্র ১১৯ রানে শেষ হয়ে যায় ভারত। খুব কম মানুষই আশা করেছিলেন ভারত এই ম্যাচ জিততে পারবে। এরপর পাকিস্তান ব্যাট করতে নামার পর শুরুতে বাবর আজম ফিরে গেলেও পাকিস্তান জয়ের লক্ষ্যে এগোচ্ছিল। কিন্তু ভারতীয় বোলাররা এর পরেই পাল্টা আঘাত হানে। বুমরার পাশাপাশি পান্ডিয়া, সিরাজ, অক্ষর প‍্যাটেল এবং অর্শদ্বীপ দরকারী সময় উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেয়। ফের বলতে হয় বুমরার কথা। দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দুরন্ত ইয়র্কারে জয় ছিনিয়ে আনেন বুমরা। ফলে ম্যাচের সেরাও হলেন দেশের এক নম্বর বোলার। #worldcup #indvspak #t20worldcup #breakingnews #newstoday #hardikpandya #rohitsharma #bhumrha #icc  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow