Exclusive News : ক্রেতা সেজে প্যাঙ্গোলিনের গোটা চামড়া সহ আঁশ উদ্ধার সহ : U Bangla TV

Exclusive News : ক্রেতা সেজে প্যাঙ্গোলিনের গোটা চামড়া সহ আঁশ উদ্ধার সহ : U Bangla TV

Feb 8, 2024 - 16:22
 0  1

ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার বানচাল করল বনকর্মীরা। প্যাঙ্গলিনের আঁশ সহ চামড়া উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বনদপ্তর। ধৃত ব্যক্তিকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলবে বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গেছে, বনদপ্তরের কাছে গোপন সুত্রে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গোলিনের আঁশ রয়েছে। সেই দেহাংশ পাচারের চেস্টা করছে তারা। এই প্যাঙ্গলিনের আঁশ বেশ কিছুদিন থেকেই তাদের কাছে মজুত রাখা ছিল। সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ক্রেতা সেজে ডুয়ার্সের ওদলাবাড়িতে ঘাটি গেরে বসে ছিলো। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তারা সেখানে ওঁত পেতে বসে ছিলেন। শেষে সাফল্য আসে রাতে। তিন ব্যক্তি বাইকে করে একটি ব্যাগে করে প্যাঙ্গলিনের আঁশ নিয়ে আসে। সেই আঁশ বের করতেই হাতে নাতে ধরে ফেলে বনদপ্তরের কর্মীরা। যদিও এক ব্যক্তি ধরা পড়লেও বাকি দুজন পাচারকারী পালিয়ে যায়। ওই ব্যক্তিকে রেঞ্জ অফিসে নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করার পর বনকর্মীরা জানতে পারেন ওই ব্যক্তি বন্য প্রানীর দেহাংশ পাচারের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত।এই পাচারকারীর সাথে আরো কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছে বনদপ্তর। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর৷ এই বিষয়ে বৈকুন্ঠপুর বনবিভাগের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক জানান, তাদের কাছে বেশ কিছু দিন ধরে খবর আসছিল ডুয়ার্সের এক বাসিন্দা বন্যপ্রাণী দেহাংশ পাচারের সাথে যুক্ত রয়েছে। গতকাল রাতে ক্রেতা সেজে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে । বাইকে করে এসেছিল সেই পাচারকারীরা। আগেই প্যাঙ্গলিনের আঁশ দু লক্ষ টাকায় বিক্রি করার ছক ছিল এই পাচারকারীদের। আঁশ ভর্তি ব্যাগ নিয়ে আসার পরেই ধরে ফেলা হয়। তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তারা বাকিদের খোঁজ চালাচ্ছেন। এর সাথে আরও লোক যুক্ত আছে বলে তাদের আশঙ্কা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে। #exclusivenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow