Exclusive News : অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া : U Bangla TV
Exclusive News : অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া : U Bangla TV
অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। অপ্রতিরোধ্য ব্যাটিং-বোলিং ভারতের। অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হারার বদলা নিলেন রোহিত শর্মারা। এবার লক্ষ্য, বিশ্বকাপ দেশে ফিরিয়ে আনা।কখনও মেঘ, কখনও বৃষ্টি। গায়ানার আবহাওয়ার মতোই কি অবস্থা নয় ভারতের ক্রিকেটভক্তদের? এক-একটা আইসিসি টুর্নামেন্ট আসে, আর প্রত্যেকবার খুব কাছ থেকে বেরিয়ে যায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। গত বছরের বিশ্বকাপ আজও মনভার করে দেয় সমর্থকদের। তবু একটা স্বপ্ন, একটা আশা নিয়ে ফের রোহিত-বিরাট-বুমরাহদের দেখতে বসা। আর সেই অপূর্ণ স্বপ্নের দিকে আর একবার এগিয়ে এল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের সেমিফাইনালে তারা ইংল্যান্ডকে হারাল ৬৮ রানে। ছিনিয়ে নিল ফাইনালের টিকিট।বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। মেঘ কেটে তখন রোদ উঠেছে গায়ানায়। কোহলি ও রোহিত মারমুখী মেজাজেই শুরু করেছিলেন। টপলির বলে দুর্দান্ত ছক্কা মারার পর পরই আড়াআড়ি ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যান ‘কিং’। বিশ্বকাপে খারাপ ফর্ম অব্যাহত রইল কোহলির (৯)।ভারত শেষ করল ৭ উইকেটে ১৭১ রানে। যেখানে লিয়াম লিভিংস্টোনের বল একহাত করে ঘুরছে, সেখানে তো অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা ঘূর্ণি দেখাবেন। আর সেটাই ঘটল। অক্ষর প্যাটেলকে আনতেই ম্যাজিক! ইংল্যান্ড ব্যাটারদের কাছে বিষয়টা দাঁড়াল শুধু যাওয়া-আসা। একের পর উইকেট তুলে গেলেন অক্ষর (২৩/৩)। ম্যাচের সেরাও তিনি।রিভার্স সুইপ করতে গিয়ে সোজা বোল্ড হলেন ইংরেজ ব্যাটার। ওখানেই শেষ ইংল্যান্ডের আশা-ভরসা। বাকি জোফ্রা আর্চার (২১) কিছুটা মারকুটে ভূমিকা নিলেও তাতে কোনও সমস্যাই হয়নি।শেষ পর্যন্ত ৬৮ রানে ম্যাচ জিতে থামল টিম ইন্ডিয়া। জয় নয়, একে বলে পর্যুদস্ত করা। এবার ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ থেকে মাত্র এক কদম দূরে রোহিতরা। সারা দেশ আশায় বুক বাঁধছে। বিশ্বকাপ ট্রফিটা ফিরে আসুক ভারতে। #t20worldcup #viratkohli #rohitsharma #rishabhpant #cricket #news #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?