Excluesive News : ভারত-পাক ম্যাচে থাকছে স্নাইপার : U Bangla TV
Excluesive News : ভারত-পাক ম্যাচে থাকছে স্নাইপার : U Bangla TV
নিরাপত্তার জন্য ভারত-পাক ম্যাচে, থাকছে স্নাইপার ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan) । এই ম্যাচকে ঘিরেই বর্ডারের দুপারেই ভক্তদের উন্মাদনা থাকলেও নাশকতার আশঙ্কায় কড়া নিরাপত্তার মধ্যেই ম্যাচের আশ্বাস দিলেন নাসাও কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হতে পারে বড়সড় হামলা। লোন উলফ হামলায় প্রাণ হারাতে পারে বহু মানুষ। মার্কিন মুলুকে বিশ্বকাপে বল গড়ানোর দিন কয়েক আগে এহেন হুমকি আলোড়ন ফেলে দিয়েছিল ক্রিকেট মহলে। যা নিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। এবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন ব্লেকম্যানও। বহুদিন ধরেই এর জন্য প্রস্তুতি তিনি নিচ্ছেন। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ থেকে এফবিআই সকলেই নিরাপত্তার দিকে কড়াকড়ি থাকবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিংবা ডাক্তার-নার্স সবই সবসময় উপস্থিত থাকছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো ভারত-পাক ম্যাচের দিনও কড়াকড়ি থাকবে। স্টেডিয়ামে থাকবে স্নাইপার। সব মিলিয়ে ভারত-পাক ক্রিকেট যুদ্ধ সঠিকভাবে করানোর জন্য অত্যন্ত তৎপর নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।#cricket #cricketnews #sports #worldcup #cricketworldcup #banglanews #breaking #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?