Entertainment সিনে দুনিয়ার কিংবদন্তি পারভিন বাবির বায়োপিকে তৃপ্তি দিমরি : U Bangla TV

Entertainment সিনে দুনিয়ার কিংবদন্তি পারভিন বাবির বায়োপিকে তৃপ্তি দিমরি : U Bangla TV

Aug 9, 2024 - 15:42
 0  6

কিংবদন্তী অভিনেত্রী পারভিন বাবির ভক্তদের জন্য দারুণ সুখবর। কারণ শোনা যাচ্ছে, কিংবদন্তি অভিনেত্রীর বায়োপিক তৈরি হতে চলেছে। আর সাম্প্রতিক eakti  প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এই বায়োপিকে পারভিন বাবির চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরিকে।

আসলে সত্তর-আশির দশকে ভারতীয় সিনে দুনিয়ার কিংবদন্তি অভিনেত্রী পারভিন বাবি – এক কথায় অভিনয়, গ্ল্যামার আর সৌন্দর্যের মিশেল তিনি। একাধিক ছবিতে তাঁর দাপুটে অভিনয় মন কেড়েছে ভক্তদের। তাঁর ঝুলিতে রয়েছে ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টনি’ এবং ‘খাট্টা মিঠা’-র মতো ছবি। দুর্দান্ত কেরিয়ার গ্রাফ ছাড়াও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তীব্র। ফলে অভিনেত্রীকে নিয়ে চর্চাও হত বিস্তর। বলাই বাহুল্য যে, সেই সমস্ত বিষয়ই ফুটে উঠবে তাঁর বায়োপিকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow