Durgapur : স্বনির্ভর গোষ্ঠীর"সৃষ্টিশ্রী"মেলার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার : U Bangla TV

Durgapur : স্বনির্ভর গোষ্ঠীর"সৃষ্টিশ্রী"মেলার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার : U Bangla TV

Jan 21, 2024 - 14:30
 0  4

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার নিয়ে সৃষ্টিশ্রী মেলা শুরু হয় শুক্রবার। এদিন বিকেলে মেলার শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, আসানসোল - দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসিপি, দুর্গাপুর মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই মেলা সিটিসেন্টার সংলগ্ন দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হয়। আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে। এই মেলায় রয়েছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী ও প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে স্বনামধন্য গায়ক গায়িকার সঙ্গীতা অনুষ্ঠান। ওই মেলায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ ৫টি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা অংশগ্রহণ করেছেন তাঁদের হস্তশিল্পের সম্ভার নিয়ে। প্রায় ৯১ টি স্টল করা হয়েছে। #durgapur #durgapurnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow