গোল্ডেন সিলভার কাপ মডেল জিতে পদক ছিনিয়ে আনল মালদার ছেলে মেয়ে | U Bangla TV
ইচ্ছাপুরি তাইকুন্ড অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে গোল্ডেন সিলভার কাপ মডেল জিতে পদক ছিনিয়ে আনল মালদার ছেলে মেয়ে, গর্বিত এলাকাবাসী। ২৩ শে এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হয় তাইকুন্ডু মার্শাল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মালদা জেলার বেশ কিছু ছেলে মেয়ে সেখানে চ্যাম্পিয়ন হয়ে গোল্ডেন সিলভার কাপ মডেল পেয়ে জয়ী হয় কিছু ছেলেমেয়ে। জানা গিয়েছে, গাজোল রনজয় সাহা স্বর্ণপদক এবং হেমন্ত বর্মন স্বর্ণপদক, অনামিকা টুডু স্বর্ণপদক ,সৌরণিল গৌরদাসি সিলভার পদক , মিন্ময় ঘোষ সিলভর পদক, চিরঞ্জিত পাল ব্রোঞ্জ পদক, নিখিল বিশ্বাস ব্রোঞ্জ পদক , সুভাষ বিশ্রা ব্রোঞ্জ পদক পেয়েছেন। প্রশিক্ষক রামাসিস দাস জানান , ছাত্র ছাত্রী দের খুব ভালো ফলা ফল করেছে। প্রশিক্ষক রাজকুমার সিংহ জানান তাইকুন্ডু প্রত্যেককে শেখা উচিত কারণ তাইকুন্ডু হচ্ছে আত্মরক্ষার কৌশল এছাড়াও মানুষের শরীরচর্চার একটি বিশেষ মাধ্যম। প্রশিক্ষক আরো জানান তিনি রাজ্যে খেলেছেন এবং রাজ্যের বাইরেও গেছেন প্রতিযোগিতায় গিয়ে গোল্ড মেডেল চ্যাম্পিয়ন হয়েছেন।তাইকুন্ডু কোর্সটি পুরোপুরি ফ্রি কোর্স। সরকারি কোনো আর্থিক সহযোগিতা করলে আরো ভালো জায়গায় পৌঁছাবেন। জনসাধারণকে তারা অর্থের অভাবে প্রশিক্ষণ দিতে পারছেন না অন্যদিকে অনামিকা টুডু নামে একজন হাই স্কুলের শিক্ষিকা অংশ গ্রহন করে মালদা জেলা থেকে ,সে স্বর্ন পদক অর্জন করেছে , উনি জানিয়েছেন, একজন স্কুল শিক্ষিকা হিসেবে আমি এই খেলাতে অংশ গ্রহন নেওয়ার কারণ হলো যাতে আগামী প্রজন্ম এই কৌশল শিখে নিজেকে মানসিক ও শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে ও নিজের আত্মার রক্ষার সুনিশ্চিত করতে পারে।
ইচ্ছাপুরি তাইকুন্ড অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে গোল্ডেন সিলভার কাপ মডেল জিতে পদক ছিনিয়ে আনল মালদার ছেলে মেয়ে, গর্বিত এলাকাবাসী।
২৩ শে এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হয় তাইকুন্ডু মার্শাল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মালদা জেলার বেশ কিছু ছেলে মেয়ে সেখানে চ্যাম্পিয়ন হয়ে গোল্ডেন সিলভার কাপ মডেল পেয়ে জয়ী হয় কিছু ছেলেমেয়ে।
জানা গিয়েছে, গাজোল রনজয় সাহা স্বর্ণপদক এবং হেমন্ত বর্মন স্বর্ণপদক, অনামিকা টুডু স্বর্ণপদক ,সৌরণিল গৌরদাসি সিলভার পদক , মিন্ময় ঘোষ সিলভর পদক, চিরঞ্জিত পাল ব্রোঞ্জ পদক, নিখিল বিশ্বাস ব্রোঞ্জ পদক , সুভাষ বিশ্রা ব্রোঞ্জ পদক পেয়েছেন। প্রশিক্ষক রামাসিস দাস জানান ,
ছাত্র ছাত্রী দের খুব ভালো ফলা ফল করেছে।
প্রশিক্ষক রাজকুমার সিংহ জানান তাইকুন্ডু প্রত্যেককে শেখা উচিত কারণ তাইকুন্ডু হচ্ছে আত্মরক্ষার কৌশল এছাড়াও মানুষের শরীরচর্চার একটি বিশেষ মাধ্যম।
প্রশিক্ষক আরো জানান তিনি রাজ্যে খেলেছেন এবং রাজ্যের বাইরেও গেছেন প্রতিযোগিতায় গিয়ে গোল্ড মেডেল চ্যাম্পিয়ন হয়েছেন।তাইকুন্ডু কোর্সটি পুরোপুরি ফ্রি কোর্স। সরকারি কোনো আর্থিক সহযোগিতা করলে আরো ভালো জায়গায় পৌঁছাবেন। জনসাধারণকে তারা অর্থের অভাবে প্রশিক্ষণ দিতে পারছেন না
অন্যদিকে অনামিকা টুডু নামে একজন হাই স্কুলের শিক্ষিকা অংশ গ্রহন করে মালদা জেলা থেকে ,সে স্বর্ন পদক অর্জন করেছে , উনি জানিয়েছেন, একজন স্কুল শিক্ষিকা হিসেবে আমি এই খেলাতে অংশ গ্রহন নেওয়ার কারণ হলো যাতে আগামী প্রজন্ম এই কৌশল শিখে নিজেকে মানসিক ও শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে ও নিজের আত্মার রক্ষার সুনিশ্চিত করতে পারে।
What's Your Reaction?