Durgapur : ট্রাফিক পুলিশের সৌজন্যে পাকড়াও হল ছিনতাইবাজ |

Durgapur : ট্রাফিক পুলিশের সৌজন্যে পাকড়াও হল ছিনতাইবাজ |

Jun 2, 2023 - 17:05
 0  15

ট্রাফিক পুলিশের সৌজন্যে সাতসকালে পাকড়াও হল এক ছিনতাইবাজ। সিউড়ি থেকে দুর্গাপুরে বাসে আসছিলেন শেখ জসিমউদ্দীন। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে নামার সময় তার দুটো মোবাইল উধাও হয়ে যায়। সেই সময় তিনি চিৎকার শুরু করলে বাসের অন্যান্য যাত্রীসহ আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। বাসে থাকা সন্দেহজনক এক যুবককে বাসের লোক পাকড়াও করে, তার কাছ থেকে জসিমউদ্দীনের একটি মোবাইল উদ্ধার করে। তৎক্ষণাৎ নিকটস্থ ট্রাফিক পুলিশকে খবর দিলে তারা এসে ওই যুবকের কাছে তল্লাশি চালিয়ে আরো একটি মোবাইল উদ্ধার করে। খবর দেওয়া হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে। ওই যুবককে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল দুটি ফেরত পাওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শেখ জসিমউদ্দিন। #newstoday #newsvideo #curentaffairs #durgapur  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow