Dinajpur : সমস্যায় রয়েছে কয়েক হাজার মানুষ | U Bangla TV

Dinajpur : সমস্যায় রয়েছে কয়েক হাজার মানুষ | U Bangla TV

Jul 8, 2024 - 14:58
 0  7

ভেঙ্গে গেল অস্থায়ী ব্রিজ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সমস্যায় পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকায়।  রবিবার সকাল থেকে রীতিমতো আতঙ্কিত    বাসিন্দারা।  আশ্রম বাজার থেকে নেহেম্বা অশোক গ্রাম যাওয়ার মুল রাস্তায় একটি নতুন ব্রিজ তৈরীর কাজ চলছে। সেই কারনে এলাকার মানুষের যাতাযাতের জন্য ছোট একটি অস্থায়ী  ব্রীজ তৈরী করা হয়েছিল।  রাতে লাগাতার বৃষ্টির জেরে খাড়ির জল বাড়তে থাকায় প্রবল জলছ্বাসের সৃষ্টি হয় ।তার ফলে ভেঙে তলিয়ে যায় সাধারণ মানুষের চলাচলের একমাত্র ওই ব্রীজটি। ফলে সকাল থেকে  বিপাকে পড়েন এলাকার সাধারণ মানুষেরা।  স্থানীয় বাসিন্দাদের দাবি, শঙ্করপুর এলাকায়  যোগাযোগের একমাত্র অস্থায়ী ব্রীজটি ধসে যাওয়ার কারনে জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকায়। আর যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন অশোকগ্রাম, চালুন, শংকরপুর, নেহেম্বা, উদয় সহ পাচ ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ । শুধু তাই নয়  জলপ্লাবিত হয়ে চরম সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায়।         

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow