Dinajpur : পেশায় একজন পুলিশকর্মী এবং নেশায় একজন সমাজসেবী : U Bangla TV

Dinajpur : পেশায় একজন পুলিশকর্মী এবং নেশায় একজন সমাজসেবী : U Bangla TV

Dec 27, 2023 - 17:58
 0  2

পেশায় একজন পুলিশকর্মী এবং নেশায় একজনজন সমাজসেবী।। যার কথা বলছি তিনি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার হাপতিয়াগছ এলাকার বাসিন্দা বাপন দাস, যিনি কলকাতা পুলিশের বিশেষ শাখায় কর্মরত এবং দমদমের সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী।। ছুটি পেলেই ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসেন।। বাড়িতে এসে পরিবার কে সময় দেওয়া তো দূর, কার কোথায় রক্ত লাগবে, কার কি সমস্যা তা নিয়েই সময় চলে যায়।। উত্তর দিনাজপুর জেলা সহ দার্জিলিং জেলাতেও তার সংগঠন রয়েছে।। সংগঠনগুলি মাঝে মাঝেই ইসলামপুর মহকুমা হাসপাতাল ও শিলিগুড়ি মেডিক্যাল কলেজের রক্ত সঙ্কট দূর করতে রক্ত দান শিবিরও করে থাকে।।পুলিশকর্মী বাপন দাস সহ প্রচুর কম বয়সী ছেলেমেয়েরা তার অনুগামী হয়ে রক্ত দান নিয়ে মানুষকে বুঝিয়ে চলেছেন।।নেগেটিভ হোক বা পজেটিভ করো যদি রক্তের প্রয়োজন হয় তাহলে এই মানুষটিকে একবার ফোন করলেই সমস্যার সমাধান মিলবে ।।রক্তদাতাদের কার কোন গ্রুপের রক্ত তা মনে রাখার জন্য অভিনব পদ্ধতিতে মোবাইলে সবার নামের পাশে সেই ব্যক্তির রক্তের গ্রুপও লিখে সেভ করেন।।রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ যদি কোনো ভবঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষ চোখে পড়লো তাহলে এই মানুষটির যতো বড়ই কাজ থাকুক না কেনো তিনি দাঁড়িয়ে সেই মানুষটির সাথে বসে সময় কাটাবেনই।।বাপন দাসের সংগঠনগুলি প্রতি বছর ইসলামপুর ও চোপড়ায় ট্রাই সাইকেল বিতরণ কর্মসূচি করে থাকে।। ভারত সরকার, রাজ্য সরকার ও ইসলামপুর -চোপড়ার প্রচুর মানুষ তাঁকে এই অনুষ্ঠান করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।।করোনা মহামারির সময় এই বাপন দাসই কলকাতার রাজপথে ডিউটির ফাঁকে নিজের বেতনের টাকা বাঁচিয়ে হাসপাতালগুলির সামনে বিনে পয়সায় মাস্ক ,স্যানিটাইজার ও সাবান বিতরণ করে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করেছেন।।মানুষ মানুষের জন্য কাজ করে সেই কথাই বাস্তবায়ন করলো এই মানবিক পুলিশ কর্মী।। #dinajpur #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow