Darjeeling : বাগডোগরা টার্মিনালের শিলান্যাস : U Bangla TV
Darjeeling : বাগডোগরা টার্মিনালের শিলান্যাস : U Bangla TV
পরিবেশ ও বন দফতরের অনুমতির অপেক্ষায় আটকে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের শিলান্যাস পর্ব। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বিমানবন্দর সংলগ্ন একটি মাঠে জন শুনানির আয়োজন করা হয়। শুনানিতে অংশ নেন বিমানবন্দরের যুগ্ম ভূদেব সরকার, বিমানবন্দর নির্দেশক মহম্মদ আরিফ, দার্জিলিং অতিরিক্ত জেলাশাসক রামকুমার তামাং সহ পঞ্চায়েত প্রধান জগন্নাথ রায়, পরিবেশ বোর্ডের সদস্যরা। এদিনের শুনানিতে বিমানবন্দর সংলগ্ন বাসিন্দাদের অভাব অভিযোগ শোনা। অনুষ্ঠানে বেশকিছু বাসিন্দা কর্মসংস্থান, রাস্তাঘাট, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে ধরে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ আশ্বাস দেওয়া হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগডোগরা বিমানবন্দরের যুগ্ম ম্যানেজার ভূদেব সরকার জানান, অসামরিক বিমান চলাচল মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এই জনশুনানি আয়োজন করা হয়। এলাকার বাসিন্দাদের বিভিন্ন উত্তর দিয়ে তিনি বলেন দ্রুত কাজ শুরু হবে। অন্যদিকে বিমানবন্দর নির্দেশক মহম্মদ আরিফ জানান, দুটি পর্যায়ে এই নতুন টার্মিনাল গড়ে উঠছে। যাত্রী সাচ্ছন্দের কথা মাথায় রেখে আগামী ৩০ বছর যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই ভাবেই প্রকল্পের নীলনকশা তৈরি করা হয়েছে। #darjeeling #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?