Darjeeling : পাইকারী হাট সরে যাওয়ার বিক্ষোভ-পথ অবরোধে সামিল ব্যবসায়ী ও কৃষকরা
Darjeeling : পাইকারী হাট সরে যাওয়ার বিক্ষোভ-পথ অবরোধে সামিল ব্যবসায়ী ও কৃষকরা
খড়িবাড়ির ঐতিহাসিক হাট সরে যাওয়ার ক্ষোভ প্রকাশ করে জাতীয় সড়ক আটকে বিক্ষোভে সামিল হল ব্যবসায়ী ও কৃষকরা । খড়িবাড়ির এলাকায় পাইকারি বাজারের জায়গা না থাকায় এই সমস্যা দেখা গিয়েছে। শনিবার বাতাসিতে পাইকারি হাট না বসায় বাতাসিতে ৩২৭ নম্বর জাতীয় সড়কে রীতিমতো সবজি ফেলে বিক্ষোভ দেখান কৃষকরা । কৃষকরা জানান, সপ্তাহিক পাইকারি বাজার দুই দিন বসত। কিন্তু শনুবার আচমকাই সেই বাজার বসে নি। ফলে ক্ষেতের সবজি ও ফসল বিক্রি করতে না পেরে বিপাকে পড়তে হয়। কৃষকদের অভিযোগ, এই নিয়ে প্রশাসনিক বৈঠক করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী জন্য ফের সমস্যা হচ্ছে। সপ্তাহে ২দিনের পাইকারি হাট বসার অনুরোধ জানান কৃষকরা। এদিকে এদিন পথ অবোরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় খড়িবাড়ি থানা সহ খড়িবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ । পরে ২ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন কৃষকরা #newstoday #banglanews #news #darjeeling #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?