Cooch Behar : চরম অস্বস্তিতে সাধারণ মানুষ।
Cooch Behar : চরম অস্বস্তিতে সাধারণ মানুষ।
গতকাল রাতের ঝরে বিপর্যস্ত দিনহাটা দুই ব্লকের গোসানিমারি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দিনহাটা এক নম্বর ব্লকের খরিজা বালাডাঙ্গা গ্রামের বৃষ্টির এলাকা।হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল। বুধবার রাত্রে থেকে শুরু হয় প্রবল বজ্রপাত আর সেই সাথে ব্যাপক বৃষ্টি। রাত বাড়ার সাথে সাথে শুরু হয় ঝড়ের তান্ডব। ব্যাপক ঝড়ে গাছপালা রাস্তায় উপরে পড়ে। বহু প্রাচীন গাছ রাস্তার উপর এসে পড়ে, ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু বাড়ির। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কোচবিহার আর ঠিক তার মাঝেই প্রবল ঝরে বিপর্যস্ত গোসানিমারি খরিজা বালাডাঙ্গা সহ বেশ কিছু এলাকা এলাকা। গতকাল রাত থেকে বিদ্যুৎহীন কোচবিহার জেলার বেশ কিছু এলাকা। বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ করতে রীতিমতো বেকায়দায় বিদ্যুৎ দপ্তর। চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। #newstoday #newsvideo #current_affairs #coochbehar_news @ubanglatvofficial
What's Your Reaction?