Bardhaman : ট্রেন দুর্ঘটনা থেকে মৃত্যুকে ছুঁয়ে বাড়ি ফিরলেন রূপনারায়ানপুরের এক যাত্রী
Bardhaman : ট্রেন দুর্ঘটনা থেকে মৃত্যুকে ছুঁয়ে বাড়ি ফিরলেন রূপনারায়ানপুরের এক যাত্রী
হাতল ভেঙ্গে পাঁজরে ঢুকে যাওয়া যাত্রীর আর্তনাদে বেঁচে থাকার হাহাকার।তবে কোন ক্রমে রক্ষা পাওয়া তাদের ট্রেনে এসি কামরা ভেঙেচুরে তছনছ হয়ে যায়।সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত রেল লাইনের ধারে গাছ তলায় তারা আশ্রয় নিয়ে ছিলেন।সেই সময় ট্রেনের টিটিই,স্বেচ্ছাসেবী লোকজন সহ উদ্ধারকারী দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পানীয় জল,শুকনো খাবার, ওষুধ দিয়ে তাদের মনোবল ধরে রেখেছিলেন।স্থানীয় মানুষ জন সব সময় তাদের সাহস দিয়েছেন।নিশ্চিন্তে বাড়ি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।শেষ পর্যন্ত সকলের চেষ্টায় ৩ জুন দুপুরে তারা হাওড়া পৌঁছান এবং তারপর রূপনারায়ণপুরের ফ্ল্যাটে ঋতি শঙ্কর রায় এবং চিত্তরঞ্জনের রেল কোয়ার্টার্সে মুনেশ কুমার, রাকেশ কুমার এবং সঞ্জয়বাবু ফিরে আসেন। মৃত্যুকে ছুঁয়ে দেখার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনও কেঁপে উঠছেন।বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা।এদিকে চার যাত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বিস্তারিত জানালেন, ক্যামেরার সামনে বলতে গিয়ে কেঁপে উঠেন ঋতি শঙ্কর রায়। #newstoday #news #banglanews #coromandelexpressaccident #narayanpur #bardhaman @ubanglatvofficial
What's Your Reaction?