Bardhaman : আন্তরর্জাতিক প্রতিযোগিতায় পুরুষ্কৃত অয়ন ঘোষ : U Bangla TV
Bardhaman : আন্তরর্জাতিক প্রতিযোগিতায় পুরুষ্কৃত অয়ন ঘোষ : U Bangla TV
আন্তরর্জাতিক প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কৃষি সংক্রান্ত সফটওয়্যার তৈরি করে সারা বিশ্বের মধ্যে পুরুষ্কৃত হলেন বর্ধমানের কাটাপুকুরের যুবক অয়ন ঘোষ। নিজের হাতে সফটওয়্যার এবং অ্যাপসের মাধ্যমে যন্ত্রাংশ তৈরি , মোবাইলে অ্যাপসে মাধ্যমে অটোমেটিক খুলে যাচ্ছে দরজা, মোবাইলের অ্যাপস এর মাধ্যমে অটোমেটিক অন অফ হচ্ছে গ্যাস সিলিন্ডার, এলইডি লাইট দিয়ে ঘড়ি, চাষীদের কোন মাটিতে কেমন হবে তা খতিয়ে দেখার আধুনিক মেশিন,অন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কৃষি সংক্রান্ত সফটওয়্যার তৈরি করে পুরস্কৃত হলেন বর্ধমানের যুবক। তার তৈরি এই সফটওয়্যার সহজেই চাষ সংক্রান্ত বিষয়ে নানান তথ্য প্রদান করতে সহায়তা করবে। সারা বিশ্বের প্রতিযোগীদের মধ্যে থেকে বর্ধমানের অয়নের এই সফটওয়্যার বেছে নেওয়া হয়েছে। এই কাজের জন্য অন্তর্জাতিক স্তরে পুরস্কৃতও করা হয়েছে তাঁকে।বর্ধমান শহরে ১নং ওয়ার্ডের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক করেছেন। বর্ধমানের ইউআইটি কলেজ থেকে পড়াশোনা করেছে সে।বর্তমানে তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত রয়েছেন।র আগেও বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করেছে সে।”ছেলের এই সাফল্যে বাবা রামপ্রসাদ ঘোষ এবং মা রানু ঘোষ খুবই খুশি। #bardhaman #bardhamannews #westbengal #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?