Bardhaman : RTO দফতরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ড্রাইভার ও মালিক পক্ষের : U Bangla TV
Bardhaman : RTO দফতরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ড্রাইভার ও মালিক পক্ষের : U Bangla TV
RTO দফতরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে পথে নামলো ড্রাইভার ও মালিক পক্ষ। মূলত শুক্রবার দুপুর তিনটে নাগাদ RTO দফতরের বিরুদ্ধে পুর্ব বর্ধমান জেলার প্রায় ৭০০ জন ড্রাইভার ও মালিকরা হাতে প্লাকার নিয়ে কাছারি রোডে মিছিল বের করে পরিবহন দফতরের অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে দ্বারস্থ হন। এদিন গাড়ির মালিক মুস্তাক আলম জানান, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে RTO দফতরের সঙ্গে কাজ করছেন , কিন্ত্ত ইদানিং RTO র বিভাগে থাকা কিছু অসাধু অফিসাররা বিভিন্ন ভাবে হয়রানি করছে এছাড়া কোনোরকম পরিষেবা দিতে সাহায্য করছে না, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মোটর ভিকেলদের প্রতি যেসব ছাড় দেওয়ার কথা সেগুলো ছাড় না দিয়ে রীতিমতো মুনাফা লুটছে, কার্যত সেইসব অসাধু অফিসারদের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে আজ পথে নেমেছেন তাঁরা। পাশাপাশি RTO গোবিন্দ নন্দী সাহেব বলেন,এবিষয়ে এখনো পর্যন্ত তাঁর কাছে কোনোরূপ অভিযোগ আসেনি,তবে জেলা পরিবহন দফতর গাড়ির চালক ও মালিক পক্ষদের কোনোরকম অসুবিধা যাতে না হয় এবং সরকারিভাবে যেসব ছাড় আছে সবই তাদের পাওনা এখনো পর্যন্ত কাউকেই অসুবিধার মধ্যে পড়তে হয়নি বলেই তিনি জানান। তিনি আরো জানান তবে কেন তাঁরা এইভাবে মিছিল বের করলো তা প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাঁর ব্যবস্থা গ্রহণ করবে জেলা পরিবহন দফতর। #bardhaman #bardhamannews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?