Bardhaman :"ফিরে পাওয়া" খুশির আবেগে বর্ধমান জি,আর,পি : U Bangla TV
Bardhaman :"ফিরে পাওয়া" খুশির আবেগে বর্ধমান জি,আর,পি : U Bangla TV
"ফিরে পাওয়া" খুশির আবেগে বর্ধমান জি,আর,পি প্রতিনিধিঃ আমজাদ আলী শেখ বর্ধমান জিআরপির উদ্যোগে ফিরে পাওয়া কর্মসূচি অনুষ্ঠিত হলো এক নম্বর প্ল্যাটফর্মের জিআরপি অফিসে। ১০১ টি মোবাইল হারিয়ে যাওয়া, চুরি হওয়া, হাত থেকে পড়ে যাওয়া, এই সমস্ত মোবাইল গুলির অভিযোগ হয়েছিল বর্ধমান জিআরপি থানায়। অবশেষে জি,আর,পি পুলিশের টেকনিক্যাল এর সাহায্যে সেই মোবাইল গুলি উদ্ধার করে সেই সমস্ত অভিযোগ করা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় ফোন ও সঙ্গে একটি করে গোলাপ ফুল।আর এই উদ্যোগে খুশি সেই সমস্ত মানুষজন যাদের হাত থেকে মোবাইল পড়ে যায় বা চুরি হয়ে যায় । বহুদূরান্ত থেকে মানুষজন আসেন আজকের এই মোবাইল নিতে ।জিআরপি থানার বড়বাবু চিন্তা হরণ বাবু তিনি জানান মানুষকে এবার একটু সচেতন হতে হবে যাতে আগামী দিন একটিও মোবাইলে হারিয়ে যাওয়ার অভিযোগ না আসে বর্ধমান জিআরপি থানায় । তার পাশাপাশি সচেতন মূলক বক্তব্য রাখা হয় এবং ট্রেন যাত্রীদের সচেতন করা হয় কিভাবে ট্রেনে যাতায়াত করা দরকার যাতে কোনো রকম অপ্রিতকর ঘটনা যাতে না ঘটে বা মোবাইল যাতে কোনরকম চুরি না হয়। ট্রেন পারাপার করতে নেই ট্রেনে কারো হাতে কোন খাবার খেতে নেই এরকম ধরনের সচেতনমূলক বক্তব্য রাখা হয় আজকের এই অনুষ্ঠানটির কর্মসূচিতে। #bardhaman #bardhamannews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?