Bardhaman : চাইল্ড লেবার ও চাইল্ড ম্যারেজের কারনে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে : U Bangla TV
Bardhaman : চাইল্ড লেবার ও চাইল্ড ম্যারেজের কারনে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে : U Bangla TV
চাইল্ড লেবার এবং চাইল্ড ম্যারেজের কারনে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে বলে মনে করেন শিক্ষকদের একাংশ। শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষার। মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করে,১২টার পরিবর্তে করা হয়েছে সকাল ১০টা। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল ৯টার মধ্যে। এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২,৫০৬ জন এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ১৮,২২৭, মহিলা পরীক্ষার্থীর সংখ্যা হলো ২৪,২৭৯। গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুন। বর্ধমানে বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক দল ছাত্রছাত্রীদের হাতে পেন চকলেট এবং জলের বোতল তুলে দেয় । বর্ধমান হরিজন পুলিশ স্কুলে ও দেখা গেল এমনই চিত্র । পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা এবং বর্ধমান কার্জন গেট চত্বরে পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়।পূর্ব বর্ধমান জেলায় মোট ১২৫ টি স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার করা হয়েছে বলে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আঞ্চলিক আধিকারিক সূত্রে খবর। এছাড়া বর্ধমান সদরে ৩৩ টি মেন ভেনু এবং ৩০ সাব ভেনু করা হয়েছে।স্কুল পড়ুয়ারা অত্যন্ত গরিব হওয়ার কারণে অনেকেই পড়াশোনা ছেড়ে কোনো দোকানে লেবারের কাজ করার ফলে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করেনি।আবার অনেক মেয়ের বিয়ে হয়ে যাবার কারনেও মাধ্যমিকের রেজিস্ট্রেশন করেনি।তবে চাইল্ড লেবারের জন্য যে অনেক ছাত্ররা মাধ্যমিক পরীক্ষার দিচ্ছেনা সে বিষয়ে রথতলা মনহর দাস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন এ বছর ৮৮ জন ছাত্রের মধ্যে ১৫ জন ছাত্র রেজিস্ট্রেশন করতে চাইছিলোনা এদের দিয়ে তারাই রেজিস্ট্রেশন করিয়ে ছিলেন। ১৫ জনের মধ্যে ৬ জন নিজের ইচ্ছায় ফ্রম ফিলাপ করতে এসেছিলো।বাকিরা আসেনি তাই তাদের বাড়িতে ফ্রম পৌচ্ছে দিয়েছেন তারা ।এরা সকলেই খুব গরিব।এরা অনেকেই চাইন্ড লেবারের কাজ করার জন্য মাধ্যমিক দিচ্ছেনা।পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আঞ্চলিক আধিকারি অঞ্জন ঘোষ বলেন বর্ধমান সদরে এবছর মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো ৪২,৫০৬জন।পরিক্ষা চলাকালীন এবং পরিক্ষা কেন্দ্র পৌঁছনোর সময় যদি কোনো পরীক্ষার্থী কোনো সমস্যায় পরে তার জন্য প্রশাসনের লোকজন সহযোগিতা করবেন বলে জানান অঞ্জন বাবু। #bardhaman #bardhamannews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?