Murshidabad : ফেনসিডিল পাচারে ব্যবহার করা হচ্ছে দামী গাড়ি : U Bangla TV
Murshidabad : ফেনসিডিল পাচারে ব্যবহার করা হচ্ছে দামী গাড়ি : U Bangla TV
নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয় তিন জনকে। গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে ফরাক্কার কেদারনাথ ব্রীজে কাছে থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ব্যক্তিদের নাম ফরিদুল ইসলাম @ ফরিদ ( ৩২) বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার কোটালপুকুর, সিরাজুল সেখ (১৮) বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার বাশতলা, সারফারাজ সেখ (১৯) বাড়ি মুর্শিবাদের ফরাক্কার চাঁদর। ধৃতদের কাছ থেকে মোট ১৪২ বোতল ফেনসিডিল, বেশ কয়েকটি মোবাইল ও দামী চার চাকার একটি গাড়ি বাজেয়াপ্ত করে ফরাক্কা থানার পুলিশ ।পুলিশের প্রাথমিক অনুমান, নিষিদ্ধ কফ সিরাফ ফেন্সিডিল গুলো নিয়ে যাওয়ার জন্য দামী চার চাকার গাড়ি ব্যবহার করে পুলিশের নজর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃতরা। মালদা থেকে ঝাড়খন্ডের নিয়ে যাচ্ছিল নিষিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল গুলি। সেই সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ১৪২ বোতল ফেনসিডিল, বেশ কয়েকটি মোবাইল ও দামী চার চাকার একটি গাড়ি সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ । যদিও কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল নিষিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল গুলো তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার জন্য ধৃতদের ১৪ দিনের পুলিশ হেপাজত চেয়ে বৃহস্পতিবার দুপুরে জঙ্গীপুর আদালতে পাঠায় পুলিশ। #murshidabadnews #mursidabad #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?