Bardhaman : কেন্দ্রের নতুন নিয়ম লাগু করার প্রতিবাদে এবার বাস ধর্মঘট : U Bangla TV

Bardhaman : কেন্দ্রের নতুন নিয়ম লাগু করার প্রতিবাদে এবার বাস ধর্মঘট : U Bangla TV

Jan 3, 2024 - 15:45
 0  2

বুধবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বাস চালকরা বাস দাঁড় করিয়ে আন্দোলনে নামে। তাদের দাবি কেন্দ্র সরকার যে নতুন নিয়ন লাগু করেছে চালকদের উপর, তাতে বাস চালকদের বাস চালাতে গেলে সমস্যায় পড়তে হবে। তাই যতক্ষন না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততক্ষণ তারা বাস চালাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে রাস্তায় বাস না চলায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ ঘন্টার পর ঘন্টা তারা বাস স্টান্ডে দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। সময়মত কর্মস্থলে না পৌঁছাতে পারলে তারা বেতন পাবেন না। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে যাত্রীরা। দুর্গাপুর বাস স্ট্যান্ড হয়ে দক্ষিণবঙ্গে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বাস যাতায়াত করে। আজ প্রায় দেড়শো বাস বন্ধ আছে বলে সূত্র মারফৎ জানা গেছে। এছাড়াও বেসরকারি বাস অন্যদিনের তুলনায় কম চলছে। #bardhaman #bardhamannews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow