Bardhaman : কনকনে ভাগীরথীর জলে রোজ ৪ ঘণ্টা সাঁতার : U Bangla TV

Bardhaman : কনকনে ভাগীরথীর জলে রোজ ৪ ঘণ্টা সাঁতার : U Bangla TV

Jan 20, 2024 - 16:42
 0  1

পূর্ব বর্ধমানের কাটোয়া ভাগীরথী নদীর কনকনে ঠান্ডা জলে রোজ ৪ ঘণ্টা সাঁতার সায়নীর ।এ মেয়ের জেদ সবার জানা। প্রবল শীতে কাঁপছে গোটা বাংলা। পারদ যখন ৮-৯ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। ঘন কুয়াশায় মোড়া চারদিক। ভাগীরথীর কনকনে ঠান্ডা জলই অনুকূল সাঁতারু সায়নী দাসের। প্রশিক্ষণের জন্য নদীর একপ্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। প্রতিদিন তিনি ৩ থেকে ৪ ঘণ্টা ভাগীরথীতে জলে সাঁতার কাটেন ।চলতি বছরেই নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইট ও আয়ারল্যান্ডের নর্থ চ্যানেলে নামতে চলেছেন সায়নী দাস। তাই কনকনে ঠান্ডাতেও তাঁর ভ্রূক্ষেপ নেই, বরং আরও বেশি করে এই পরিবেশটাকেই মানিয়ে নিতে বেশ কয়েক ঘণ্টা অনুশীলন করে চলেছেন তিনি। তাঁকে সহযোগিতা করে চলেছেন বাবা রাধেশ্যাম দাস।সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সাঁতারু সায়নী দাস এর আগে ইংলিশ চ্যানেলের পাশাপাশি ক্যাটলিনা ও মার্কিন মুলুকের মলোকাই চ্যানেল জয় করে বিদেশের মাটিতে তেরঙা পতাকা উড়িয়েছিলেন। সেই লক্ষ্যেই তিনি আবার আগামী ৩১ মার্চ থেকে ৫ ই এপ্রিলের মধ্যে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট-এ নামতে চলেছেন। এই সফর শেষ হতে না হতেই আয়ারল্যান্ডের নর্থ বা আইরিশ চ্যানেলে নামতে সেখানে তিনি আবার জুলাই মাসে রওনা দেবেন। যা চ্যালেঞ্জের। কারণ দুই চ্যানেলেই রয়েছে বরফের মত ঠান্ডা জল, ভয়ংকর স্রোত, প্রবল হাওয়া । তার উপর কম সময়ের ব্যবধানে নিজেকে ফিট রাখাটাও বেশ কঠিন। তাই নিজেকে ফিট রাখতে ডায়েট চার্ট থেকে অনুশীলন চার্টেও নিজেকে অনবরত শাসন করে চলেছেন ২৬ বছর বয়সের বঙ্গতনয়া। অন্যদিকে ওই দুই দেশের আবহাওয়া ও জলের তাপমাত্রাকে মানিয়ে নিতে কালনার গঙ্গায় ঠান্ডা জলে নিয়মিত অনুশীলনে সায়নী। বরফের মত এই ঠান্ডা জল যে তার প্রস্তুতির অনুকূল তা বলতেও ভোলেননি। সায়নী বলেন, "আজকের তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রী সেন্টিগ্রেড ছিল। যা তার পক্ষে বেশ অনুকূল। কারণ এর থেকে অনেক বেশি কম তাপমাত্রা ওই দুই চ্যানেলে রয়েছে। এখন গঙ্গায় ৩-৪ ঘণ্টা অনুশীলন করছেন। আগামী দিনে এই সময়টা আরও বাড়বে। সামনের ২ টি চ্যানেলে সফল হওয়াটাই তার মূল লক্ষ্য।” সায়নীর বাবা তথা কোচ রাধেশ্যাম দাস বলেন, "১৫ মার্চ তারা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। নিউজিল্যান্ডের এই চ্যানেল জয় করতে পারলে সায়নীর আরও একটা চ্যানেল জয় নয়, অন্য মাত্রা দেবে। নর্থ চ্যানেল সবচেয়ে শীতলতম চ্যানেল। তাই এখনকার এই ঠান্ডা আবহওয়াটা সায়নীর অনুকূলে রয়েছে।" #bardhaman #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow