Bardhaman : অবৈধ বালি খাদানকে কেন্দ্র করে চাঞ্চল্য :U Bangla TV
Bardhaman : অবৈধ বালি খাদানকে কেন্দ্র করে চাঞ্চল্য :U Bangla TV
বালি খাদে বেআইনী ভাবে নেট চালানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শ্মশঙ্গা গ্রাম পঞ্চায়েতে দামোদর নদে। ঘটনাস্থলে আসেন খন্ডঘোষ থানার পুলিশ। নেটের মাধ্যমে দামোদর নদ থেকে বালি তোলার ফলে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে প্রায়শই। পাশাপাশি মেশিনের সাহায্যে নেটের মাধ্যমে বালি তোলার ফলে বালতি কাটিং করে বালি তোলারও সমস্যায় পড়তে হচ্ছে লেবার দের। বুধবার দামোদর নদে নৌকা নিয়ে বালি তুলতে গেলে নদীর জলে নেট থাকায় জল থেকে বালি তুলতে সমস্যায় পড়তে হয়েছে নৌকা চালকদের। নৌকা চালকদের অভিযোগ দামোদর নদে মেশিনের সাহায্যে বালি তোলার কোনো নিয়ম নেই তবুও একশ্রেণীর লোকেরা রাতের অন্ধকারে বালি খাদে মেশিন লাগিয়ে বালি তুলছে।নেট সরনোর কথা বলতে গেলে নেট মালিকের লোকজন নৌকার লেবারদের উপর চড়াও হয়।তাদের মারতে আসে।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খন্ডঘোষ থানার পুলিশ।
What's Your Reaction?