পুকুর সংস্কার নিয়ে বড় পদক্ষেপ বহরমপুর পৌরসভার । U Bangla TV

বহরমপুর মোল্লা গেড়ে মোরে পুকুরের মালিক সরকারি নির্দেশ অমান্য করায় বহরমপুর পৌরসভা আজ থেকে পুকুরের মালিকানা বহরমপুর পৌরসভার অধীনে চলে আসে বলে জানান বহরমপুর পৌরসভার অফিসার শ্রীমনি মোহন চট্টোপাধ্যায়। তিনি বলেন পুকুরের যারা মালিক আছেন তাদের বারংবার পুকুর সংস্কার এবং পুকুর এনক্লোসমেন্ট হয়ে আছে বলে তাদের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছিলতারা কোনরূপ ব্যবস্থা না নেয়ার ফলে যেসব নির্দেশ দেয়া আছে যে পুকুর সংস্কার করে ব্যবহারযোগ্য অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সরকারি নির্দেশ পুকুর মালিক অমান্য করায় আজ বহরমপুর পৌরসভার পক্ষ থেকে নির্দেশ পালন করা শুরু হলো। তিনি বলেন এলাকার যে সমস্ত নাগরিক গণ আছেন তাদের সুবিধার্থেই এই পুকুর সংস্কার এবং পুকুরের রক্ষণাবেক্ষণ দায়িত্ব পৌরসভা বাধ্য হয়ে নিয়েছে এছাড়া নাগরিক স্বার্থে প্রতিটি পুকুরকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে।

Apr 28, 2023 - 18:47
 0  4

বহরমপুর মোল্লা গেড়ে মোরে পুকুরের মালিক সরকারি নির্দেশ অমান্য করায় বহরমপুর পৌরসভা আজ থেকে  পুকুরের মালিকানা বহরমপুর পৌরসভার অধীনে চলে আসে বলে জানান বহরমপুর পৌরসভার অফিসার শ্রীমনি মোহন চট্টোপাধ্যায়। তিনি বলেন পুকুরের যারা মালিক আছেন তাদের বারংবার পুকুর সংস্কার এবং পুকুর এনক্লোসমেন্ট হয়ে আছে বলে তাদের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছিলতারা কোনরূপ ব্যবস্থা না নেয়ার ফলে যেসব নির্দেশ দেয়া আছে যে পুকুর সংস্কার করে ব্যবহারযোগ্য অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সরকারি নির্দেশ পুকুর মালিক অমান্য করায় আজ বহরমপুর পৌরসভার পক্ষ থেকে নির্দেশ পালন করা শুরু হলো। তিনি বলেন এলাকার যে সমস্ত নাগরিক গণ আছেন তাদের সুবিধার্থেই এই পুকুর সংস্কার এবং পুকুরের রক্ষণাবেক্ষণ দায়িত্ব পৌরসভা বাধ্য হয়ে নিয়েছে এছাড়া নাগরিক স্বার্থে প্রতিটি পুকুরকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow