Bankura : মহাকাশে বাঁকুড়ার ছেলে অয়ন : U Bangla TV
Bankura : মহাকাশে বাঁকুড়ার ছেলে অয়ন : U Bangla TV
বাঁকুড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র সুযোগ পেল ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রাম ২০২৪ এ । এই স্পেস প্রোগ্ৰাম অনুষ্ঠিত হবে আমেরিকার আলাবামা ইউনিভারসিটির ইউনাইটেড স্পেস এন্ড রকেট সেন্টারে । পাঁচদিন ব্যাপী এই কসমিক প্রোগ্রামে অয়ন দেঘরিয়া ভারতবর্ষ থেকে একমাত্র সুযোগ পেয়েছে। এই প্রোগ্রাম এ অংশগ্রহণ করছেন অন্যান্য দেশের বাছাই করা প্রতিযোগিরাও । প্রোগ্রামের শেষে পাঁচদিন পর যে প্রতিযোগীতামূলক প্রজেক্ট সিলেক্ট হবে তার প্রজেক্টই পৃথিবী ছাড়িয়ে যাবে একেবারে মহাকাশে । অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে । এবার মহাকাশে বাঁকুড়ার মেধাবী ছেলে অয়ন । তবে দুর্দান্ত এই সুযোগ পাওয়ার পরও সে কি আদৌ যেতে পারবে ? অভাবনীয় সুযোগ পেলেও থেকে যাচ্ছে প্রশ্ন । যাতায়াতের খরচ বহন করা সম্ভব নয় অয়নের পরিবারের পক্ষ থেকে । এছাড়াও রয়েছে আনুষঙ্গিক বহু খরচ। নিজের স্বপ্নেপূরণের দোরগোড়ায় এসেও কি অধরা থেকে যাবে তার স্বপ্ন ? স্বপ্নের কাছাকাছি আসাটা এতটা সহজ ছিল না । অয়ন যখন ক্লাস ফাইভে পড়ে তখন মারা যান বিশ্ববরেণ্য বিশেষভাবে সক্ষম বিজ্ঞানী স্টিফেন হকিংস । তাঁর মারা যাওয়ার দুই তিন মাস আগেই অয়ন জানতে পারেন হকিংস এবং মহাকাশের বিশালতার ব্যাপারে । তখন থেকেই অয়ন খুঁজে পায় তার জীবনের লক্ষ্য । সেখান থেকে শুরু হয় তার মহাকাশ নিয়ে চিন্তাভাবনা । এরপর ২০২২ সালে "স্পেস ডেব্রি" অর্থাৎ মহাকাশে বিভিন্ন কৃত্রিম ধ্বংসাবশেষ নিয়ে কাজ শুরু করে সে । ২০২৩ সালেই দেরাদুনে ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি স্টাডিজের জাতীয় স্পেস কনভেনশনে যোগ দেয় অয়ন ।
What's Your Reaction?