Bankura : থ্যালাসেমিয়াকে বুড়ো আঙুল দেখালেন কোয়েল কাইতি : U Bangla TV
Bankura : থ্যালাসেমিয়াকে বুড়ো আঙুল দেখালেন কোয়েল কাইতি : U Bangla TV
বাঁকুড়া: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমরার মঠের বাসিন্দা কোয়েল কাইতির বেঁচে থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তের। থ্যালাসেমিয়া আক্রান্ত এই পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিন দিন আগে রক্ত নিয়েছিলেন। রক্ত নিয়ে পরিক্ষায় বসেও অভূতপূর্ব ফল করলেন কোয়েল কাইতি। কোয়েল নিজের পরিস্থিতিতে মাথানত করতে একেবারেই নারাজ ছিলেন। থেমে যাওয়া মানেই হার মেনে নেওয়া, মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করতে মাথা গুঁজে প্রস্তুতি চালিয়ে ছিলেন বাঁকুড়ার এই থ্যালাসেমিয়া আক্রান্ত পরীক্ষার্থী। যুদ্ধ জয় করলেন কোয়েল।
আর্টস বিভাগে ৫০০ নম্বরের মধ্যে ৪৫৩ নম্বর পেয়ে এক প্রকার থ্যালাসেমিয়াকে বুড়ো আঙুল দেখালেন এই পরীক্ষার্থী। সব দিন পড়াশোনা করতে পারতেন না কোয়েল।
জীবনভর একটি রোগকে বহন করা। মাসে দুইবার করে রক্ত নেওয়া সম্ভব নয় সব আক্রান্তদের। অসচেতনতার অভিশাপ থালাসেমিয়া। বাঁকুড়ার এই পরীক্ষার্থীর কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুধুমাত্র উজ্জ্বল ভবিষ্যতের একটি সোপান, সেটাই নয়। পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে বসাটাও তার কাছে ছিল এক বিরাট যুদ্ধ। কোয়েল কাইতি তার এই সাফল্যের পুরো কৃতিত্বটাই তুলে দিয়েছেন বাবা মায়ের উপরে। পড়াশোনা ছাড়াও কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন কোয়েল।
বাঁকুড়ায় নয়জন কৃতি রয়েছেন এই বছর। কোয়েল কাইতি কৃতিদের মধ্যে না হলেও একটি বিশাল অনুপ্রেরণার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে সে। এক অসম লড়াই জয় করে দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছেন তিনি।
What's Your Reaction?