Visakhapatnam | মাঝরাতে সমুদ্রের নিস্তব্ধতা খানখান করে দিল বিধ্বংসী আগুন | U Bangla TV
Visakhapatnam | মাঝরাতে সমুদ্রের নিস্তব্ধতা খানখান করে দিল বিধ্বংসী আগুন | U Bangla TV
মাঝরাতে সমুদ্রের নিস্তব্ধতা খানখান করে দিল বিধ্বংসী আগুন। অন্ধ্রের বিশাখাপত্তনম বন্দরে মৎস্যজীবীদের একটি নৌকা থেকে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা পুড়ে ছাই অন্তত ৪০ টি নৌকা। যদিও প্রাণহানির কোনও খবর নেই। তবে মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, অন্তত ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। সোমবার সকালেও বিশাখাপত্তনমের মৎস্য বন্দরের শ্রীহীন ছবি। চারপাশে পোড়া সামগ্রী পড়ে রয়েছে। চোখের সামনে এভাবে নৌকাগুলি (Fishing Boats) ভস্মীভূত হতে দেখে মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের। জীবিকা নির্বাহ নিয়ে মহা চিন্তায় তাঁরা।
বিশাখাপত্তনম পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে সাড়ে ১১টা নাগাদ বন্দরে দাঁড়িয়ে থাকা একটি নৌকায় বিস্ফোরণের শব্দ হয়। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। পর পর নৌকাগুলিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমেই সরিয়ে দেওয়া হয় নৌকার আশেপাশে থাকা মৎস্যজীবীদের
What's Your Reaction?