Bankura : পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

Bankura : পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

Jul 21, 2023 - 14:49
 0  2

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের ।

বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের তালগড়া গ্রামের মহিলারা আজ খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কের উপর রানীবাঁধ বাজার লাগোয়া তালগড়া মোড়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ধরে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে রাজ্য সরকার উপর যথাযথ ব্যবস্থা ব্যাহত ঘটে ।

মূলত এই গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা। গ্রামে রয়েছে প্রায় দেড়শটি পরিবার। বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের কল এখনো বসেনি। রাস্তার পাশে নলবাহিত পানীয় জলের যে কলগুলি রয়েছে সেগুলোতে জল সরবরাহ হয় অনিয়মিতভাবে। সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুব্যবস্থা হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকেই গ্রামের মহিলারা দলবদ্ধ ভাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, রাজ্য সড়কের মাঝে কলসি বালতি রেখে প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ

খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছায় রানীবাঁধ থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলেন তাদের অভিযোগের কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ ওঠে। অবরোধকারীরা জানান পুলিশ জানিয়েছে পানীয় জলের জন্য দ্রুত জলের ট্যাঙ্ক পাঠানো হবে গ্রামে। পাশাপাশি নিয়মিতভাবে গ্রামে নলবহিত পানীয় জল সরবরাহের সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছে পুলিশ।

গ্রীষ্মকালের পাশাপাশি বর্ষাকালেও পানীয় জলের সমস্যার কারণে ভুগছে গ্রামবাসীরা। এখন দেখার বিষয় গ্রামের মানুষ প্রশাসনের কাছ থেকে কত শীঘ্রই পানীয় জলের সুবিধা পায় ।
এই দিকেই তাকিয়ে রইল রানিবাঁধে তালগোড়া গ্রামের গ্রামবাসীরা। #breakingnews #newstoday #banglanews #newslive #bankura #kolkatanews #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow