Bankura : কোদাল হাতে রাস্তা সংস্কারে নামলেন গ্রামবাসীরা

Bankura : কোদাল হাতে রাস্তা সংস্কারে নামলেন গ্রামবাসীরা

Jul 3, 2023 - 14:34
 0  2

বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুর গ্রাম পঞ্চায়েতের গয়লা পুকুর গ্রাম, এই গ্রাম থেকে মঙ্গলপুর যাওয়ার জন্য রয়েছে প্রায় এক কিলোমিটার রাস্তা। মাঝে রয়েছে দেবখাল, তার ওপর ভগ্ন প্রায় লোহার সেতু। গ্রাম থেকে দেবখাল পর্যন্ত প্রায় হাপ কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল দশা। বর্ষার সময় যাতায়াতে একেবারে অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। এই রাস্তা দিয়েই গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যায় মঙ্গলপুরে। গ্রামবাসীরা বারংবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রাস্তা সংস্কারের জন্য, প্রশাসন তাদের দিকে ফিরেও তাকায়নি। ভোটের সময় রাজনৈতিক নেতারা আসে প্রতিশ্রুতি দেয় ভোট ফুরালেই তাদের আর দেখা মেলে না। বাধ্য হয়েই এবার রাস্তা ছাড়াই এর কাজে দল বেঁধে নেমে পরল গ্রামের মানুষজন। গ্রামের মানুষেরাই ঝুড়ি কোদাল নিয়ে নিজেদের রাস্তা মেরামত করছে।এদিকে গয়লা পুকুরের বেহাল রাস্তা নিয়ে শাসকবিরোধী তরজা লেগেই আছে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জির দাবি সিপিআইএমের ৩৪ বছরের অপশাসনের পর তৃণমূল সরকার আসার পর থেকে সর্বোত্ত উন্নয়ন চলছে, কেন্দ্র সরকারের রাস্তার টাকা আবাস যোজনার টাকা ১০০ দিনের টাকা আটকে রাখার সত্বেও সব জায়গায় উন্নয়ন চলছে তবে যে যে জায়গায় এখনো কাজ বাকি রয়েছে আগামী দিনের সেই জায়গা গুলিতে কাজ হবে এখন ইলেকশনের জন্য কাজ বন্ধ রয়েছে। তবে বিরোধীদের উস্কানিমূলক আচরণের জন্য মানুষকে বিভ্রান্ত করছে তারা ।অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন আজকে মানুষ যেখানে ব্যালট হাতে ভোট দেওয়ার কথা সেখানে কোদাল হাতে রাস্তা তৈরি করছে। আর তৃণমূলের নেতারা সেই রাস্তার বিল করিয়ে খেয়ে নিচ্ছে। তবে এর জবাব আগামী লোকসভা এবং জেলা পরিষদের ভোটে দেবে মানুষ। তবে বারংবার বলছি যতদিন এই সরকার থাকবে এই বাংলার কোন উন্নয়ন হবে না । #breakingnews #newstoday #banglanews #bankura_news #westbengal #today_breaking_news #viralnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow