Bangladesh : সারাদিনেও দেখা মেলেনি সূর্যের : U Bangla TV
Bangladesh : সারাদিনেও দেখা মেলেনি সূর্যের : U Bangla TV
কুড়িগ্রামে সারাদিনেও দেখা মেলেনি সূর্যের, ঠান্ডায় কাবু মানুষজনপৌষের শেষে এসে কুড়িগ্রামে ঘন কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষজন। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সময় মতো কাজে বের হতে পারছে না। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হতে থাকে। রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী এলাকার হাফিজুর বলেন,ঠান্ডায় তার অবস্থা শেষ। হাতে টাকা-পয়সা নেই,শীতের কাপড় কিনতে পারিননি। কেউ তাকে একটা জ্যাকেট দিয়েছে সেটা দিয়ে একটু ঠান্ডা কমছে। একই এলাকার মান্নান মিয়া বলেন,আজ কুয়াশা কম কিন্তু ঠান্ডা। হাত-পা বরফ হয়ে যাচ্ছে। মাঠে কাজ করা যাচ্ছে না। বাতাস কাবু করে ফেলছে।চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম বলেন,এখন পর্যন্ত কোন শীতবস্ত্র পাননি,তবে পাওয়ার সম্ভাবনা আছে।কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,এই রকম তাপমাত্রা আরও কয়েকদিন থাকবে।কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর রহমান সর্দার জানান,বর্তমানে হাসপাতালে ৩৮৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে শিশু রয়েছে ৬০ জন। তবে শীত জনিত রোগীর সংখ্যা এখনো বৃদ্ধি পায়নি। #bangladesh #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?