Assam | ধনের অধিষ্ঠাতা দেবী কোজাগরী লক্ষ্মীপূজো | U Bangla TV
Assam | ধনের অধিষ্ঠাতা দেবী কোজাগরী লক্ষ্মীপূজো | U Bangla TV
আজ ধনের অধিষ্ঠাতা দেবী কোজাগরী লক্ষ্মীপূজো। রাজ্যের বিভিন্ন প্রান্তে মা লক্ষ্মী দেবীর পুজোতে ব্যস্ত মা-বোনেরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে মঙ্গলদৈয়ে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজো। অপরদিকে মঙ্গলদৈ বরুয়া পাড়াতে অবস্থিত লক্ষ্মী মন্দিরেও প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপূজো। লক্ষ্মী পূজার উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা এবং জল ভরতে যাওয়া এবং বিভিন্ন কার্যসূচীতে বের হয়েছে এলাকাবাসী । প্রায় হাজারের বেশি লোক মঙ্গলদৈ শহরের এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করে ।মঙ্গলদৈ নদীর ঘাটে জল তোলার কার্যসূচী রুপায়ন করেন হাজার হাজার লোক। উল্লেখযোগ্য যে মঙ্গলদৈ এই লক্ষী মন্দিরটিতে রাজস্থানের থেকে তৈরি করে আনা সুন্দর মার্বেলের মা লক্ষী দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এবং এই মূর্তিকে সামনে রেখে সকল ভক্তরা পূজা অর্চনাতে ব্যস্ত। এই মধুর পরিবেশ মঙ্গলদৈ লক্ষ্মী মন্দিরের।
What's Your Reaction?