Assam : তেজপুরে শিশু সুরক্ষা এবং নারী নির্যাতনের উপর আলোচনা চক্র : U Bangla TV

Assam : তেজপুরে শিশু সুরক্ষা এবং নারী নির্যাতনের উপর আলোচনা চক্র : U Bangla TV

Feb 25, 2024 - 13:48
 0  3

জাতীয় মহিলা আয়োগের উদ্যোগে ,অসমে অন্যতম সামাজিক সংগঠন ' এইচ ব্রাদার্স ওয়ার্কস সোসাইটির সৌজন্যে -তেজপুরে তরুণ অসম সংঘতে একটি বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। যৌনকর্মী এবং তাদের শিশুর ভবিষ্যৎ তথা সৈকিক ও সামাজিক প্রত্যাহারন শীর্ষ বিষয়ের উপরে আয়োজিত করা এই আলোচনাতে - বর্তমান সমাজ ব্যবস্থাতে মহিলা শিশু তথা যুব সমাজে চলে থাকা অবৈধ যৌন নির্যাতন সম্পর্কে নারী এবং শিশু সুরক্ষা সম্পর্ক জনিত অনেক বিষয়ে আলোচনা করেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি । এবং এই বিশিষ্ট ব্যক্তিরা নারী সুরক্ষার সম্পর্কে বিভিন্ন কথা আলোচনা করেন এই অনুষ্ঠানে । এই অনুষ্ঠানটির জাতীয় পর্যায়ে আলোচনা চক্রতে শোনিতপুর জেলার শিশু সুরক্ষা বিভাগের সভাপতি কনকেশ্বর শর্মা এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে তেজপুর আইন কলেজের অধ্যক্ষ ডক্টর দুলুনি নাথ ভাষণ দেন । তিনি বলেন সরকারের আইন গুলোর প্রয়োজনীয়তা নিয়ে বিশেষভাবে আলোচনা প্রয়োজন। শিশু সুরক্ষা এবং নির্যাতিত নারীদের সম্পর্কে ভারত সরকারের প্রদান করা POCSO আন্টি নিউ বিশেষভাবে ব্যাখ্যা করেন তিনি । ডবকা হাজী কলেজের শিক্ষাবিভাগের প্রধান অধ্যক্ষ সাবির আহমেদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তিনি অবৈধ সন্তান বেঁচে থাকার অধিকার সম্পর্কে সকলকে সজাগ হয়ে ওই শিশুদের সুপথে নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow