Assam : অসমের পুঠিমারিতে 'অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক' এর শুভ সূচনা : U Bangla TV

Assam : অসমের পুঠিমারিতে 'অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক' এর শুভ সূচনা : U Bangla TV

Mar 14, 2024 - 19:00
 0  9

পুঁঠিমারি অঞ্চলের জন্য সুখবর। কচুরা 2নং পুঠিমারি শিপ্স্তান বাজারে, অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক গ্রাহক সেবা কেন্দ্রটি-- আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। জনগণের সুবিধার্থে-- মোবারক হোসেন নামে ব্যক্তিটি গ্রামীন বিকাশ ব্যাঙ্ক সেবা কেন্দ্রটি শুরু করলেন। উক্ত সেবা কেন্দ্রটিতে সকল রকম সুবিধা থাকবে জনগণের জন্য ---যেমন সকলের একাউন্ট খোলা সুবিধা , অটল পেনশন যোজনা , প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা , এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ইত্যাদি আবেদন করতে পারবে এই ব্যাংকটির মাধ্যমে। উক্ত সেবা কেন্দ্রটিতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, FIA TECHNOLOGY র ইমরান হোসেন। সঙ্গে উপস্থিত থাকেন দীপকচন্দ্র দাস, হরিদন বৈশ্য এবং ওই অঞ্চলের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা । এই ব্যাংকটিতে আধার কার্ডের মাধ্যমেও খুলতে পারবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংকটির  স্বত্বাধিকার আহ্বান জানিয়েছেন -- যারা  zero balance  একাউন্ট  খুলতে চান তারা যেন এই  ব্যাংকের সাথে যোগাযোগ করেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow