Assam : সোনার পদক লাভ করলো ছোট্ট মেয়ে দৃস্না জে আর চন্দ: U Bangla TV
Assam : সোনার পদক লাভ করলো ছোট্ট মেয়ে দৃস্না জে আর চন্দ: U Bangla TV
উত্তর পূর্বাঞ্চলের ভিতর সোনার পদক লাভ করতে সক্ষম হয়েছে মঙ্গলদৈ যের ছোট্ট মেয়ে দৃস্না জে আর চন্দ। গুয়াহাটির সোনারাম হাই স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হওয়া যোগাসন প্রতিযোগিতায় ছোট্ট মেয়ে দৃস্না সোনার পদক পেয়েছে। তার উপরেও এই খেলাটিতে মহিলা চ্যাম্পিয়নশিপ খেতাব অর্জন করে মঙ্গলদৈ যের গৌরব কেড়ে এনেছে এই ছোট্ট মেয়েটি। উত্তর-পূর্ব যোগা সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় মঙ্গলদৈ য়ের ওয়ার্ড নাম্বার ৩ এর শান্তিপুর নিবাসী জয়ন্ত কুমার চন্দ। এবং রুনুপ্রিয়া র ১০ বছরের কন্যা এই সোনার পদক লাভ করে এবং ৫০০০ টাকার একটি চেক পেয়েছে এই ছোট্ট শিশুটি। মঙ্গলদৈ যের গুরুকুল গ্রুপ অফ এডুকেশনাল উইনসে পঞ্চম শ্রেণীর ছাত্রী দৃস্না। তার এই সাফল্যে মা-বাবাকে খুবই উৎসাহিত করেছে। ইতিমধ্যে দৃস্না কয়েকটি রাষ্ট্রীয় অন্তর রাষ্ট্রীয় পর্যায়ের যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম কেড়ে আনতে সক্ষম হয়েছে এই ছোট্ট শিশুটি। ২০২১ বছরে অন্তর রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিদ্বন্দিতা করেছিল এই ছোট্ট শিশুটি সেখানেও এই শিশুটি জয়ী হয়েছে। মা-বাবা এই শিশুটিকে ছোট বয়স থেকেই যোগা প্রতি উৎসাহিত করেছিল। দৃস্নার এই সাফল্যে জন্য তার মা সকল রাজ্যবাসীর কাছে তার এই ছোট্ট শিশুটির জন্য আশীর্বাদ চেয়েছে এবং সকলের কাছে আহ্বান জানিয়েছেন এই শিশুটি যেন এভাবেই মঙ্গলদয়ে সুনাম অর্জন করে নিয়ে আসতে পারে #assam #assamesenews #newstoday #banglanews #newslive @ubanglatvofficial
What's Your Reaction?