Assam : মঙ্গলদৈতে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস পালন : U Bangla TV

Assam : মঙ্গলদৈতে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস পালন : U Bangla TV

Jan 29, 2024 - 14:37
 0  3

মঙ্গলদৈতে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস পালন। এই শহীদ দিবসের সাথে সঙ্গতি রেখে মঙ্গলদৈ প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সদৌ দরং জেলার ছাত্র সংস্থা দরম জেলার বার্তা জিবি সংঘের উদ্যোগে দুই দিন পর্যন্ত মঙ্গলদৈ এবং পাথরীঘাটে শহীদ দিবস অনুষ্ঠিত হয়।। প্রায় ২৭ জন শহীদ পরিবারকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি দুজন কৃষককেও বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।। ব্রিটিশ শাসন এবং প্রবঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে দারম জেলার পাথরীঘাটে ১৮৯৪ সালের ২৮ জানুয়ারিতে ১৪০ জন মহান এবং বীর কৃষক শহীদ হয়েছিল । কৃষিজীবী অসমীয়া প্রজাকে ব্রিটিশ অন্যায় ভাবে মাটির খাজনার বৃদ্ধি করার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন শান্তিপ্রিয় কৃষকরা।। এবং তাদের উপরে হওয়া অত্যাচার ভারতের স্বাধীনতা আন্দোলনে পাথরীঘাট কৃষক বিদ্রোহ হিসাবে চিহ্নিত রয়েছে।। উঠতো ঐতিহাসিক কৃষক বিদ্রোহ প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে সদৌ দরং জেলার ছাত্র সংস্থা এবং দরঙ জেলার বার্তা জিবি সংঘের উদ্যোগে তার সাথে পাথরীঘাটে আঞ্চলিক ছাত্র সংস্থার সহযোগিতায় দুই দিনের 'কেন্দ্রীয় কৃষক শহীদ দিবস ২০২৪' উদযাপন করা হয়।। #assam #assamesenews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow