Assam : ভোগালী বিহুর প্রাক্কণে অবশেষে এক বৃদ্ধা দম্পতির মুখের হাসি ফিরে এলো : U Bangla TV

Assam : ভোগালী বিহুর প্রাক্কণে অবশেষে এক বৃদ্ধা দম্পতির মুখের হাসি ফিরে এলো : U Bangla TV

Jan 14, 2024 - 17:26
 0  5

ভোগালী বিহুর প্রাক্কণে অবশেষে এক বৃদ্ধা দম্পতির মুখের হাসি ফিরে এলো একটি নতুন ঘরের জন্যে। সরকারের প্রকল্প থেকে বঞ্চিত এই দুঃস্থ বৃদ্ধা দম্পতি।। মঙ্গল দুই শহরের একেবারে কাছে চুমুর পারাতে বাস করত এক বৃদ্ধ দম্পতি, তারা দুজনে মিলে ঘর বেঁধেছিল প্লাস্টিকের বস্তা ,পলিথিন, এবং কাপড় ইত্যাদি দিয়ে । রাত হলে মাটিতে বস্তা পেতে শুতে হত তাদের, কিন্তু কোন রকমের সরকারি সাহায্য থেকে বঞ্চিত ছিল এই বৃদ্ধ দম্পতিটি।। উল্লেখ্য যে, প্রায় দুমাস পূর্বে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সাহায্যের হাত বাড়ায় এই দুঃস্থ দম্পতিটির জন্যে । মানুহে মানুহর বাবে নামের সামাজিক সংস্থাটি ব্যবস্থা করে দিল এই দম্পতিটির জন্য একটি ঘরের। সংস্থাটির সদস্য সকলে মিলে প্রত্যেকের থেকে কিছু কিছু করে টাকা সংগ্রহ করে আজ এই ঘরটি সাজিয়ে উপহার দিল তাদের ।দুঃস্থ বৃদ্ধার নাম কমিরাম ডেকা । এই কাজটির জন্য বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দরুন জেলার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী কমল কৃষ্ণ নাথ। পাশাপাশি মঙ্গলদৈ এর কয়েকজন সাংবাদিক। এবং অসমের সম্পাদক জিতুমণি শহরিয়ার তত্ত্বাবধানে এই কাজটি সম্পূর্ণ হয়েছে। এখনও পর্যন্ত জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়নি এই কাজটির দিকে। এবং দরঙ জেলার জনগণ চাইছে অসমের মুখ্যমন্ত্রীর যেন তাদের দিকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গুয়াহাটি থেকে #assam #assamesenews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow