Assam : পুলিশকে ঘিরে প্রতিবাদ দরং জেলার ছাত্র সংস্থার : U Bangla TV
Assam : পুলিশকে ঘিরে প্রতিবাদ দরং জেলার ছাত্র সংস্থার : U Bangla TV
অসম পুলিশকে ঘিরে প্রতিবাদ দরং জেলার ছাত্র সংস্থার। দরং জেলার ছাত্র সংস্থা অসম সরকার এবং অসম পুলিশকে উদ্দেশ্য করে আজ এক প্রতিবাদ সাব্যস্ত করে।। অসম সরকারের কিছু সিদ্ধান্তকে জাতি বিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে দরং জেলার ছাত্র সংস্থা। অসম সরকার যতদিন পর্যন্ত অসমীয়া বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করে , ততদিন পর্যন্ত তীব্র বিরোধিতা করবে ছাত্র সংস্থা।। দরং জেলার ছাত্র সংস্থা প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে নিয়ে ১৫ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন , যার ফলে দরং জেলার পুলিশ তাদের বাধা দিতে যাওয়ার ফলে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন দরং জেলার ছাত্র সংস্থা। এই প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব দিয়েছেন সদৌ অসম ছাত্র সংস্থার উপ সভাপতি খনিন্দ্র রাজবংশী।। তাদের প্রতিবাদের মুখ্য উদ্দেশ্য রয়েছে- অসমের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনে যেন অসমের জনগণকে ডেকে, তারপর কোন সিদ্ধান্ত গ্রহণ করে । আর অসম সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটি অসমের জনগণ কিছুতেই মান্যতা দেবে না। যদি ইতিমধ্যে অসমের জনগণের সাথে মুখ্যমন্ত্রী আলোচনায় না বসে, তাহলে তারা গণ আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছে। তার উপরেও সদৌ অসম ছাত্র সংস্থার কার্যনির্বাহকের সদস্য পরাগ শহরিয়া অসমের শিক্ষা মন্ত্রীকে পুতুল মন্ত্রী হিসাবে অভিহিত করেছেন। উল্লেখ্য যে, অসম সরকার যতদিন পর্যন্ত এই মাধ্যম বিরোধী সিদ্ধান্তকে পরিবর্তন না করবে ততদিন পর্যন্ত সদৌ অসম ছাত্র সংস্থা এর বিরোধিতা করে যাবে এবং ভবিষ্যতে তারা গণ আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছেন। #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?