Assam : পাথর কইরি বিরুদ্ধে ১৪ টি গ্রামের জনগণ : U Bangla TV
Assam : পাথর কইরি বিরুদ্ধে ১৪ টি গ্রামের জনগণ : U Bangla TV
মঙ্গলদৈ যের পাথর কইরি বিরুদ্ধে ১৪ টি গ্রামের জনগণ একসাথে হয়ে বিরোধিতায় নেমে পড়েছে। দরঙের আধিকারিক এর কাছে দিল শাহরুখপত্র প্রশাসনের উদ্যোগে এই পাথর কইরিটি বন্ধ না করলে জনগণ এটি ভেঙ্গে দেওয়ার হুংকার দিল। এই পাথর কইরি উদ্যোগটি বিশাল এলাকা জুড়ে বায়ু প্রদূষণ করছে বলে স্থানীয় জনগণ অভিযোগ উত্থাপিত করেছে। ইতিমধ্যে ছোট ছোট ছেলেমেয়েদের শ্বাস-প্রশ্বাস জনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে দাবি করছে এলাকাবাসী। মঙ্গল দই যের নিকটবর্তী চমুরা পাড়া গ্রামের এক ব্যক্তি তার নাম জৈনিক মতলেব আলী ওই ব্যক্তি প্রথমে দুধের ব্যবসা করবে বলে জনগণের কাছ থেকে অনুমতি নিয়েছিল কিন্তু এখন তার উল্টো দৃশ্য দেখতে পেল এলাকাবাসী। দুধের ব্যবসার বিপরীতে ওই জায়গায় পাথর কইরি চালানো শুরু করল ওই ব্যক্তি এখন প্রশ্নটি হল, জনবসতিপূর্ণ ওই এলাকায় সরকার থেকে ওই জায়গায় কিভাবে পাথর কইরি চালাতে দিল সরকার। এখন ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকাবাসী। উল্লেখযোগ্য যে, ওই এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে যার ফলে ক্ষোভিত জনগণ অতি শীঘ্রই উক্ত স্থান থেকে পাথর কইরি উদ্যোগটি বন্ধ করার জন্য আহ্বান জানান। আর যদি সরকার অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সকল জনগণ মিলে এটি তুলে দেওয়ার ব্যবস্থা করবে বলে হুংকার দিলেন এলাকাবাসী। #assam #assamesenews #newstoday #banglanews #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?