Assam : দ্বিতীয় বৈকুন্ঠতে পরিণত হয়েছে সংকর দেব মাধব দেবের ক্ষেত্রটি : U Bangla TV
Assam : দ্বিতীয় বৈকুন্ঠতে পরিণত হয়েছে সংকর দেব মাধব দেবের ক্ষেত্রটি : U Bangla TV
গোলাঘাটের শালকিহাটে শংকরদেব ও মাধবদেব এর জায়গাতে সদৌ অসমভিত্তিক অসমীয়দের ভাওনা প্রতিযোগিতা। খোল তাল শঙ্খ ধ্বনি এবং উলুধ্বনি দিয়ে ওই অঞ্চলের জনগণ হরিধ্বনিতে মুখরিত করছে ধর্মপ্রাণ জনগণের সমাগমের দ্বিতীয় বৈকুন্ঠতে পরিণত হয়েছে গোলাঘাটের শালকি হাত অঞ্চলের সংকর দেব মাধব দেবের ক্ষেত্রটি । মহাপুরুষ শ্রীমন্ত শংকর দেবের গুরুজনার অপূর্ব সৃষ্টি বাজি ভাওনা সংস্কৃতি বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তথা জনগনের সর্বাঙ্গি কল্যাণের উদ্দেশ্যে আজ থেকে সাত দিন পর্যন্ত এই বর্ণনাট্য কার্যসূচী ডিস্ট্রিক্ট লাইব্রেরীতে এবং ক্লাব সর্বাঙ্গী পানী জায়গাতে এবং বিভিন্ন জনগণের সহযোগিতায় এই ভাওনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে উদযাপন সমিতির কার্যকারী সভাপতি বিপুল হাজারিকা গাছের চারা রোপন করেন ।উদযাপন সমিতির মুখ্য উপদেষ্টা দ্রোনকান্ত বড়ুয়া উন্মোচন করল এই অনুষ্ঠানটির। ওই অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকেন প্রায় ৪১টি পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যসূচির শুভ আরম্ভ করেন উদযাপন সমিতির সাধারণ সম্পাদক। আজ বিভিন্ন শোভাযাত্রা কার্যসূচী অনুষ্ঠিত হওয়ার পর অসম ভিত্তিক ভাওনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?