Assam : গোলকগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে উপস্থিত ভুটানের রাজা : U Bangla TV

Assam : গোলকগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে উপস্থিত ভুটানের রাজা : U Bangla TV

Mar 31, 2024 - 14:32
 0  12

অর্থনৈতিক আলোচনার জন্য বাংলাদেশে গিয়েছিলেন ভুটানের রাজা। বাংলাদেশের কুড়িগ্রাম থেকে ১০০৯ নং গেট দিয়ে ভারতে প্রবেশ করেছেন ভুটানের রাজা। গোলকগঞ্জ সীমান্তের সীমান্ত শুল্ক বিভাগ , সকল নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে-- সমান্তরালভাবে ধুবরি জেলায় ভুটানের রাজাকে সকলে মিলে স্বাগত জানান । জানা গেছে যে- ২০২৩ সালে লন্ডনে, বাংলাদেশ এবং ভুটানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষিক একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কুড়িগ্রামে বিশেষ বিত্তীয় স্থান স্থাপনের প্রস্তাব রেখেছিল ভুটানের রাজা- রানীর কাছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে সম্মতি প্রদান করলেন ভুটানের রাজা। উল্লেখ্য যে, এই বৈঠকে আলোচনার বিষয় ছিল কুরিগ্রাম ভুরুঙ্গামারী পথের মধ্যে একটি সেতু তৈরি হবে এবং সেই সেতু নির্মাণের জন্য ভুটানের ১৩৩.৯২ একর ব্যক্তিগত জমি বাংলাদেশকে অর্পণ করতে হবে তারই সম্মতি দিয়েছেন ভুটানের রাজা। তাই ভুটানের রাজা কুরিগ্রামস্থিত অর্থনৈতিক মন্ডলের স্থানটি পরিদর্শন করে সোনারহাট হয়ে ভারতে প্রবেশ করেন। সীমান্তে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক ধুবড়ি জেলার আধিকারিকের সাথে মত বিনিময় করেন। তাদের সাথে মত বিনিময় করে ভুটানের দিকে যাত্রা করলেন ভুটানের রাজা। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow