Assam : একাদশ বার্ষিক বিশেষ অধিবেশন : U Bangla TV
Assam : একাদশ বার্ষিক বিশেষ অধিবেশন : U Bangla TV
অসমের সাহিত্য বারপুজিয়া অধিবেশন । ৩১ জানুয়ারি মানে আজ থেকে ১,২ এবং ৩ ফেব্রুয়ারিতে অসমের রহার বারপূজাতে অনুষ্ঠিত হবে অসম সাহিত্য সভার একাদশ বার্ষিক বিশেষ অধিবেশন। সাহিত্য সভার এই অধিবেশন নিয়ে ব্যস্ত সকলে। বারপুজিয়া পাঁজোরাজা সমন্বয় ক্ষেত্রে অনুষ্ঠিত হওয়া এই অধিবেশন নিয়ে চলছে জোর প্রস্তুতি।। অভ্যর্থনা সমিতির তরফ থেকে জানতে পারা গেছে একসাথে প্রায় ১০ হাজার লোক বসতে পারার ব্যবস্থা করা হয়েছে এই সভা মণ্ডপটিতে।। পাশাপাশি একই সাথে ৩ হাজার লোক আহার গ্রহণ করার জন্য ভজনালয়ের গৃহ নির্মাণ করা হয়েছে। এবং ভোজনালয়ের অপেক্ষাগৃহতেও ৩ হাজার লোক বসতে পারার মতন একটি গৃহ নির্মাণ করা হয়েছে প্রতিনিধি সভা । অসমের বিভিন্ন সংস্কৃতির প্রয়োভরে নির্মাণ করা হয়েছে বৃহৎ আকারের মূল প্রবেশ দ্বার।। সঙ্গে রয়েছে বৃহৎ এলাকা জুড়ে বাণিজ্যিক মেলা।। মোটকথা যুদ্ধকালীন তৎপরতাভাবে পূর্ণ প্রস্তুতি চলছে সাহিত্য সভার । অসমের সাহিত্য সভা থেকে আহ্বান জানানো হয়েছে বারপুজিয়াতে এই সাহিত্য সভা সফল করে তোলার জন্য অভ্যর্থনা সমিতিটিকে বলা হয়েছে আরও একটি উপ সমিতি গঠন করার জন্য। তাই এই সভাটি সফল করার জন্য ৩৪ টি উপ সমিতি গঠন করা হয়েছে। দিন রাতে ব্যস্ত হয়ে পড়েছে এই সমিতির লোকের থেকে শুরু করে স্থানীয় জনগণ । #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?