Asansol : কারখানা থেকে লোডিং এর পর লরি সহ টিএমটি বার উধাও
Asansol : কারখানা থেকে লোডিং এর পর লরি সহ টিএমটি বার উধাও
গত ৩০ মে কুলটি স্থিত কল্যাণেশ্বরী ক্যাপ্টেন স্টিল ইণ্ডিয়া লিমিটেড কারখানা থেকে একটি লরিতে প্রায় ২৫ টন টিএমটি বার লোড করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৩০ হাজার টাকা। এর পর থেকেই ওই লরিটি মাল বোঝাই অবস্থায় গন্তব্যে না পৌঁছে উধাও হয়ে যায়। অবস্থা বেগতিক বুঝে কারখানা কর্তৃপক্ষ কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ও গত শনিবার ওই মালের হদিস পায় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায়। #news #newstoday #kulti #asansol #medinipur @ubanglatvofficial
What's Your Reaction?






